কালো তব রূপহীন পাত্রী আমি,
রয়েছে আকুল আকাঙ্ক্ষা, অনেকে বলে কেনো থাকবে কামনা বাসনা?
রক্ত মাংস দিয়ে যে গড়া আমি, থাকতে নেই কি কোনো আকাঙ্ক্ষা?
জানা তো ছিলোই কেউ করবে না পূজা,
যদিওবা একদিন হয় উপাসনা,
প্রদীপ জ্বালিয়ে করবে কি আরাধনা?
হয়তো হবে অর্চনা হেলাফেলায়-
তাল-ছন্দে কি বাজবে মাদল?
পরমানন্দ থাকবে কি অনন্তকাল?
বাধা আসবে জানি তো, তবুও চেয়ে থাকি দ্বারে,
তাকাই বারে বারে
যাকে ধরে মনে,
সেকি তাকায় তব রূপহীন পাত্রীর পানে!