যদি কঠিন কিছু বলার থাকে,
তবে বলে দিতে পারো আমায়.. !
নিজেকে সুখী করতে একটু নির্লিপ্ত হতে দোষ কি..? ‘অনুভুতি’ বুঝি অংকের হিসেব কোন..?
ভালোবাসায় কোন দাগ দিতে নেই..
কোন আঁচড় দিতে নেই..
বড্ড কোমল সুখের এই ‘ভালোবাসা’..
হয়তোবা কখনো সখনো অনেক দুঃখের…!
আমাদের জন্য অনেক আছে..
তুমি কিংবা আমি ছাড়াও আরও অনেক…!
তুমি হয়তো দুরন্ত কোন মেঘের মতন…
আমি হয়তো মাঠের কোনে বৃষ্টি জমা জল…!
জীবন কখনো কাওকে দিব্যি দেয় না…
কঠিন নিয়মের শেকল বাঁধে না সমাজের মতো.!
চাইলে তুমি উড়ে যেতে পারো পুরোটাই…!
বাতাসের গায়ে কোন গন্ধই যে স্থায়ী নয় কোনদিন…!
এই যে নিয়ম করে লিখতে গেলে কত ব্যাকরণ..!
বাংলায় আমি বরাবরই ভালো..
শুধু সমাস টা মাথায় খেলে কম..
তবে এটুকু বুঝি,
চারপাশের সবকিছুই আমাদের জন্য নয়…
কেও আকাশের জন্য কাঁদে…
আবার কারো মন পড়ে থাকে ঘরের রঙিন পর্দায়..!
দিন শেষে কিন্তু আমরা সবাই একা,বড্ড একা..
অথচ মেনে নেয়ার সাহস হয়ে ওঠে না কারো..
‘মায়া’ জিনিসটা ভয়ানক কঠিন….
ভালোবাসা ছাড়া তাকে শেকলে বাঁধতে গেলে..
বুকে রক্ত জমাট বাঁধে…. !
লালের এই রুপে আমার ভীষণ ভয়…
বড্ড কঠিন ভয়….!