Categories
প্রবন্ধ

আসফাকউল্লা খান, বিংশ শতাব্দীর প্রথম ভারতীয় মুসলিম যাকে ব্রিটিশ রাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ফাঁসি দেয়া হয়।

ভারতের স্বাধীনতা আন্দোলন ছিল বহু মানুষের কঠোর পরিশ্রম যার ফলেই ব্রিটিশদের থেকে ভারত রাজনৈতিক দিক থেকে মুক্তি পেয়েছে। হিন্দু মুসলিম সকল শ্রেণীর মানুষ এই মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ছিলেন। আর তাঁদের সেই বলিদনের ইতিহাসে অনেকের কথাই অজানা। ভারত উপমহাদেশের বিংশ শতাব্দীতে ব্রিটিশ সম্রাজ্যবাদ বিরোধী যে সশস্ত্র বিপ্লববাদী লড়াই-সংগ্রাম সংগঠিত হয় এবং যার ধারাবাহিকতায় ভারত স্বাধীন হয়। এই অন্দোলনে যে সকল বিপ্লবীর নাম সর্বজন স্বীকৃত তাঁদের মধ্যে আসফাকুল্লাহ খান প্রথমসারির একজন অন্যতম বিপ্লবী ছিলেন।  আসফাকুল্লাহ খান ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে এক উল্লেখযোগ্য নাম, যিনি দেশমতৃকার শৃঙ্খল মুক্তির জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন সম্পূর্ণ রূপে।

 

আসফাকুল্লাহ খান ছিলেন একজন সাহসী ভারতীয় স্বাধীনতা সংগ্রামী যিনি রামপ্রসাদ বিসমিলের সাথে শহীদ হয়েছিলেন।  তাঁদের দুজনকে একই দিনে পৃথক কারাগারে ফাঁসি দেওয়া হয়।আসফাকউল্লা খান ছিলেন বিংশ শতাব্দীর প্রথম ভারতীয় মুসলিম যাকে ব্রিটিশ রাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ফাঁসি দেয়া হয়।

 

আশফাক ছিলেন একজন নিষ্ঠাবান মুসলিম এবং মাতৃভূমির প্রতি তাঁর স্নেহ ছিলো অতুলনীয়। আশফাকুল্লা খান ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম প্রদেশের শাহজাহানপুরে খাইবার উপজাতির এক মুসলিম পাঠান পরিবারে জন্মগ্রহণ করেন ২২ অক্টোবর ১৯০০।তার পিতা শফিক উল্লাহ খান পাঠান পরিবারের সদস্য ছিলেন এবং তাঁর পরিবার সামরিক বাহিনীর জন্য বিখ্যাত ছিল।  তাঁর মায়ের পক্ষ থেকে পরিবারটি উচ্চ শিক্ষিত ছিল এবং অনেক আত্মীয় ব্রিটিশ ভারতে পুলিশ ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন।  তাঁর মা মাজহুর-উন-নিসা একজন ধার্মিক মহিলা ছিলেন।  চার ভাইয়ের মধ্যে আসফাকুল্লাহ ছিলেন সবার ছোট।

 

১৯২৪ সালে, আশফাকুল্লা খান সমমনা মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি সংগঠন গঠন করেন যার নাম ছিল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন।  এই সমিতির উদ্দেশ্য ছিল স্বাধীন ভারত অর্জনের জন্য সশস্ত্র বিপ্লব সংগঠিত করা।
তাঁদের আন্দোলনকে উৎসাহিত করতে এবং তাঁদের কার্যক্রম চালানোর জন্য অস্ত্র ও গোলাবারুদ কিনতে, রাম প্রসাদ বিসমিল সহ HSRA-এর বিপ্লবীরা ৯ আগস্ট, ১৯২৫ সালে লখনউয়ের কাছে কাকোরিতে ব্রিটিশ সরকারের অর্থ বহনকারী ট্রেনটি লুট করে। বিসমিলকে ধরা পড়ে।  পুলিশ এবং আশফাকুল্লা খানের একমাত্র সন্ধান পাওয়া যায়নি।  তিনি আত্মগোপনে চলে যান এবং বিহার থেকে বেনারসে চলে আসেন, যেখানে তিনি ১০ মাস একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করেন।
পরে তিনি দিল্লি গিয়েছিলেন দেশের বাইরে যাওয়ার উপায় খুঁজতে।  তিনি তার এক পাঠান বন্ধুর সাহায্য নেন যিনি অতীতে তাঁর সহপাঠীও ছিলেন।  এই বন্ধুটি, ১৯২৬ সালের ১৭ জুলাই সকালে বালির বিষয়ে পুলিশকে জানিয়ে তাঁর সাথে বিশ্বাসঘাতকতা করে, পুলিশ তাঁর বাড়িতে এসে তাঁকে গ্রেপ্তার করে।
কাকোরি ডাকাতের মামলাটি বিসমিল, আশফাকুল্লা খান এবং আরও কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়ে শেষ করা হয়েছিল।  আশফাকুল্লা খানকে ১৯২৭ সালের ১৯ ডিসেম্বর ফৈজাবাদ কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যখন তাঁকে শিকল থেকে মুক্ত করা হয়, তিনি ফাঁসির দড়ির কাছে যান এবং সেটিকে চুমু খেয়ে বলেন : “আমার হাত কোনো মানুষকে হত্যা করেনি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট। আল্লাহ্‌ আমাকে ন্যায়বিচার দেবেন।” মাতৃভূমির প্রতি ভালোবাসা, স্বচ্ছ চিন্তাভাবনা, অদম্য সাহস, দৃঢ়তা ও আনুগত্যের কারণে এই বিপ্লবী মানুষটি শহীদ ও জনগণের মধ্যে কিংবদন্তি হয়ে ওঠেন।

 

।।তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This
Categories
প্রবন্ধ

স্মরণে, কিংবদন্তি ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত দিলীপ রায়।

দিলীপ রায় বাংলা সিনেমার একজন কিংবদন্তি ভারতীয় বাঙালী চলচ্চিত্র অভিনেতা। পাশাপাশি তিনি ছিলেন প্রখ্যাত পরিচালক। উত্তম কুমার সমসাময়িক স্বর্ণ যুগের একজন শিল্পী তিনি। বহু  বাংলা চলচ্চিত্রে কাজ করেআছেন তিনি। তিনি ১৯৩১ সালের ১৭ ডিসেম্বর অবিভক্ত ভারতের চট্টগ্রাম জেলায় (বর্তমানে বাংলাদেশে) জন্মগ্রহণ করেন।  তিনি পশ্চিমবঙ্গের বর্ধমানের নেয়ামতপুরে স্কুলের পড়াশোনা শেষ করেন।  ১৯৫৪ সালে, তিনি ছবি বিশ্বাস অভিনীত সতী বেহুলা দিয়ে অভিনয় শুরু করেন।  তিনি অমিতাভ বচ্চন অভিনীত ক্ষুধিতা পাশান (১৯৬০), আসমান মহল (১৯৬৫), আপানজান (১৯৬৮), এবং তুফান (১৯৮৯) এর মতো অন্যান্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।  সৌমিত্র চ্যাটার্জি ও উত্তম কুমার অভিনীত দেবদাস (১৯৭৯) দিয়ে পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ।  তিনি অমৃতা কুম্ভের সন্ধ্যায় (১৯৮২) এবং নীলকন্ঠ (১৯৮৫) এর মতো সিনেমাও পরিচালনা করেছিলেন।

তাঁর অভিনিত ছবি সমূহ—

 

তাঁর অভিনিত উল্লেখযোগ্য ছবি গুলি হলো মনের মানুষ, হিমঘর, সংঘর্ষ, অটোগ্রাফ , মন মানে না ,  এক মুঠো ছবি , শুভদৃষ্টি, ফিরিয়ে দাও, নটী বিনোদিনী, আব্বাজান, রক্তের স্বাদ, তোমার রক্তে আমার সোহাগ, মায়া মমতা, শ্বেত পাথরের থালা, ইন্দ্রজিৎ, অভাগিনী, কাগজের নৌকা, নবাব, দেবতা, গরমিল, হীরক জয়ন্তী, তুফান, ওরা চারজন, দেবিকা, তিন পুরুষ, মোহনার দিকে, সূর্য তৃষ্ণা, অভিনয় নয়, অশ্লীলতার দায়ে, দুই পুরুষ, রঙের সাহেব, ধনরাজ তামাং, সেই চোখ , অগ্নীশ্বর, রোদনভরা বসন্ত, আমি সিরাজের বেগম, আপনজন , আসমান মহল, আরোহী , অভয়া ও শ্রীকান্ত, সরি ম্যাডাম, ভগিনী নিবেদিতা, কঠিন মায়া, ঝিন্দের বন্দী, ক্ষুধিত পাষাণ, পরিবার, ক্ষণিকের অতিথি,  গড় নসিমপুর, প্রস্তর স্বাক্ষর, অজানা শপথ, জোড়াদীঘির চৌধুরী পরিবার, রাজদ্রোহী প্রভৃতি।

 

তাঁর পরিচালক হিসেবে—-

 

গরমিল (১৯৯০), নীলকন্ঠ (১৯৮৫), অমৃত কুম্ভের সন্ধানে (১৯৮২), দেবদাস (১৯৭৯)।

মৃত্যু–

 

কিংবদন্তি অভিনেতা দিলীপ রায় ২০১০ সালের ২ সেপ্টেম্বর আক্রান্ত হয়ে ৭৮ বছর বয়সে কলকাতায় প্রয়াত হন।

 

।। তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This
Categories
প্রবন্ধ

অখিলচন্দ্র নন্দী, ব্রিটিশবিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কর্মী – প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি।

ভারতের স্বাধীনতা আন্দোলন ছিল কিছু মানুষের কঠোর পরিশ্রম যার ফলেই ব্রিটিশদের থেকে ভারত রাজনৈতিক দিক থেকে মুক্তি পেয়েছে। ভারত উপমহাদেশের বিংশ শতাব্দীতে ব্রিটিশ সম্রাজ্যবাদ বিরোধী যে সশস্ত্র বিপ্লববাদী লড়াই-সংগ্রাম সংগঠিত হয় এবং যার ধারাবাহিকতায় ভারত স্বাধীন হয়। এই অন্দোলনে যে সকল বিপ্লবীর নাম সর্বজন স্বীকৃত তাঁদের মধ্যে অখিলচন্দ্র নন্দী   প্রথমসারির একজন অন্যতম বিপ্লবী ছিলেন। অখিলচন্দ্র নন্দী  ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে এক উল্লেখযোগ্য নাম, যিনি দেশমতৃকার শৃঙ্খল মুক্তির জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন সম্পূর্ণ রূপে। অখিলচন্দ্র নন্দী একজন ব্রিটিশবিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কর্মী।

 

বংশ পরিচয়—-

 

অখিলচন্দ্র নন্দী ৭ মার্চ ১৯০৭ বাংলাদেশের ব্রাহ্মণবাড়ীয়া জেলার কালিকচ্ছ গ্রামে তাঁর জন্ম।এই এলাকার নন্দী বংশ সুপরিচিত। কালিকচ্ছ গ্রামের নন্দী বংশের অনেকেই ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে অংশ নেন।  বিখ্যাত বাঙালি লেখক জ্যোতিরিন্দ্র নন্দীও একই পরিবারের সদস্য।  তঁর স্ত্রী শেফালী নন্দী একজন লেখিকা।

 

বিপ্লবী আন্দোলন—

 

অখিল চন্দ্র যৌবন থেকেই স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।  কুমিল্লা শহরের নারীরা একসময় তাঁর সক্রিয় সমর্থনে ব্যাপকভাবে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল।  শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী নামে দুই নারী বিপ্লবী কুমিল্লার ম্যাজিস্ট্রেট স্টিভেনসকে হত্যা করেন, যিনি তাঁর সহযোগী ছিলেন।  তিনি স্টিভেনস হত্যা মামলায় ধরা পড়েন এবং আট বছর কারাগারে কাটান। জেলে থাকা অবস্থায় অখিলচন্দ্র বিএ পাস করেন।

 

পরবর্তী জীবন—

 

জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি বিপ্লবী আন্দোলনের পথ পরিহার করেন এবং মার্কসবাদের প্রতি আকৃষ্ট হন।  তিনি ১৯৩৯ সালে ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য হন। স্বাধীনতার পর পিসি চ্যাটার্জি অ্যান্ড কোম্পানিতে কাজ করেন।  এছাড়াও বিভিন্ন জনহিতকর কাজের সাথে জড়িত। ‘বিপ্লবীর স্মৃতিচারণ’  নামে একটি জীবনীগ্রন্থ লিখেছেন।

 

মৃত্যু—

 

মহান এই স্বাধীনতা সংগ্রামী ১৬ ডিসেম্বর, ১৯৮৫ সালে প্রয়াত হন।

 

।।তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This
Categories
প্রবন্ধ রিভিউ

আজ আন্তর্জাতিক চা দিবস, জানুন দিনটি কেন পালিত হয় এবং দিনটির ইতিহাস।

চা বা চা-এর সাংস্কৃতিক ও অর্থনৈতিক তাৎপর্য উদযাপনের জন্য প্রতি বছর আন্তর্জাতিক চা দিবস পালন করা হয় যেখানে দিবসটির উদ্দেশ্য চায়ের ইতিহাস, উৎপাদন, ব্যবহার এবং স্বাস্থ্য সুবিধা সহ চায়ের বিভিন্ন দিক সম্বন্ধে প্রচার ও সচেতনতা বৃদ্ধি করা।  আন্তর্জাতিক চা দিবস আমাদের দৈনন্দিন জীবনে চায়ের তাৎপর্য তুলে ধরতে, চা শিল্পে টেকসই অনুশীলনের প্রচার এবং এই প্রিয় পানীয়ের সাথে যুক্ত সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রশংসা করার জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে এবং এটি একটি বিশ্বব্যাপী চায়ের গুরুত্বকে প্রতিফলিত করার সময়।  ঘটনাটি এবং অন্যদের সাথে চায়ের অভিজ্ঞতা উপভোগ করা এবং ভাগ করা।

 

২০০৫ সালে ভারতের রাজধানী শহর নয়াদিল্লিতে প্রথম আন্তর্জাতিক চা দিবস পালিত হয় এবং পরবর্তীতে অন্যান্য চা উৎপাদনকারী দেশগুলি – শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, কেনিয়া, মালাউই, মালয়েশিয়া, উগান্ডা এবং তানজানিয়া এই উদযাপনগুলি অনুসরণ করে।  দশ বছর পরে, ভারত সরকার ২০১৫ সালে চায়ের উপর FAO আন্তঃসরকার গ্রুপের মাধ্যমে আন্তর্জাতিক চা দিবস পালনের প্রসারিত করার প্রস্তাব দেয় যা বিশ্ব চা অর্থনীতিকে সমর্থন করার জন্য বহুপাক্ষিক প্রচেষ্টার নেতৃত্ব দেয় এবং আন্তর্জাতিক চা দিবস ঘোষণার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।

 

একই বছরে ইতালির মিলানে একটি বৈঠকের সময় এই ধারণাটি এগিয়ে নেওয়া হয়েছিল যখন প্রস্তাবটি পণ্য সমস্যা সম্পর্কিত FAO কমিটি দ্বারা অনুমোদিত হয়েছিল।  ডিসেম্বর ২০১৯-এ, চাহিদা সম্প্রসারণের দিকে বৃহত্তর প্রচেষ্টার নির্দেশ দেওয়ার জন্য চায়ের উপর আন্তঃসরকারি গোষ্ঠীর আহ্বানের উপর পুনরায় জোর দেওয়া, বিশেষ করে চা-উৎপাদনকারী দেশগুলিতে, যেখানে মাথাপিছু ব্যবহার তুলনামূলকভাবে কম এবং ঐতিহ্যগত আমদানিতে মাথাপিছু ব্যবহার হ্রাস পেতে সহায়তা করার প্রচেষ্টা।  দেশগুলি, জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ মে আন্তর্জাতিক চা দিবস হিসাবে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে।

 

১৫ ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক চা দিবসের লক্ষ্য বিশ্বব্যাপী চায়ের সাংস্কৃতিক ও অর্থনৈতিক তাত্পর্যকে স্বীকার করা, জীবিকা ও স্থায়িত্বের উপর এর প্রভাবের উপর জোর দেওয়া।  এই পালনের উদ্দেশ্য চায়ের মূল্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি টেকসই চা উৎপাদন এবং ন্যায্য বাণিজ্য অনুশীলনকে উন্নীত করার জন্য যখন ২১শে মে পালিত আন্তর্জাতিক চা দিবসের শিকড় রয়েছে বিশ্ব চা সম্মেলনের চা-উৎপাদনকারী দেশগুলিতে, যেটি তারিখটি প্রস্তাব করেছিল।  ২০০৫ সালে প্রথম আন্তর্জাতিক চা চুক্তি স্বাক্ষরের স্মরণে এবং এই পালনটি চা উৎপাদন, ব্যবহার এবং সাংস্কৃতিক দিকগুলির প্রচারের উপর দৃষ্টি নিবদ্ধ করে।

 

ইতিহাস—-

 

জাতিসংঘের মতে, চীনে ৫০০০ বছর আগে চা খাওয়ার প্রমাণ রয়েছে।  গল্পটি বলে যে চীনা সম্রাট শেন নুং প্রথম পানীয়ের স্বাদ গ্রহণ করেছিলেন যখন তিনি এবং তার সৈন্যরা একটি গাছের নীচে আশ্রয় নিতে ব্যস্ত ছিলেন এবং কিছু বাতাসের চা পাতা ফুটন্ত জলের পাত্রে পড়েছিল যা পরে এটিতে মিশে যায় এবং আজকের সবচেয়ে বেশি খাওয়া পানীয়তে পরিণত হয়েছিল।
২৭৩৭ খ্রিস্টপূর্বাব্দে চীনে প্রথম আবিষ্কৃত হয়, চা এশিয়ান সংস্কৃতির মধ্যে একটি প্রধান উপাদান হয়ে ওঠে যেখানে এটি একটি পানীয় এবং একটি ঔষধি নিরাময়ে পরিণত হওয়ার আগে এটি ধর্মীয় আচারের একটি প্রতীকী অংশ ছিল।  চীনের চা উৎপাদনের একচেটিয়াতার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, ব্রিটিশরা ১৮২৪ সালে ভারতে বাণিজ্যিকভাবে চা ফসলের সূচনা করে এবং তখন থেকেই দার্জিলিং, নীলগিরি এবং আসাম জুড়ে ৯০০০০০ টন চা উৎপাদিত হয় বলে জানা গেছে।

 

আন্তর্জাতিক চা দিবস ২০১৯ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রস্তাবটি অনেক সংস্কৃতিতে একটি ঐতিহ্যবাহী পানীয় হিসাবে চায়ের গুরুত্ব এবং বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহে এর অবদানকে স্বীকৃতি দেয়।

 

তাৎপর্য—-

 

চায়ের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এটি বিভিন্ন দেশের সংস্কৃতিতে গভীরভাবে জড়িয়ে আছে যেখানে এটি শুধুমাত্র একটি জনপ্রিয় পানীয় নয় বরং অনেক সমাজে সামাজিক রীতিনীতি, অনুষ্ঠান এবং আতিথেয়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  চা শিল্প সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জীবিকার প্রধান উৎস, বিশেষ করে চা-উৎপাদনকারী অঞ্চলে এবং আন্তর্জাতিক চা দিবস চা খাতের অর্থনৈতিক মূল্যকে স্বীকৃতি দেয় এবং টেকসই চা উৎপাদন ও ন্যায্য বাণিজ্য অনুশীলনকে উন্নীত করার লক্ষ্য রাখে।

টেকসইতা প্রচার করে, আন্তর্জাতিক চা দিবস টেকসই চা উৎপাদন ও সেবনের গুরুত্বের উপর জোর দেয়, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করে এবং চা-উত্পাদিত অঞ্চলে সামাজিক উন্নয়নের প্রচার করে এমন অনুশীলনকে উৎসাহিত করে।  চা, বিশেষ করে সবুজ এবং ভেষজ চা, বিভিন্ন স্বাস্থ্য উপকারিতার সাথে যুক্ত কারণ এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যাল সমৃদ্ধ যা সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে তাই, আন্তর্জাতিক চা দিবস চা খাওয়ার সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়ায়।

 

উদযাপন—–

 

আন্তর্জাতিক চা দিবসে, চা এবং এর সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপনের জন্য বিশ্বব্যাপী বিভিন্ন অনুষ্ঠান, সেমিনার, কর্মশালা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়।  এই ইভেন্টগুলির মধ্যে চা খাওয়া, প্রদর্শনী, চা অনুষ্ঠান, শিক্ষামূলক সেশন এবং চা শিল্পের সামাজিক ও অর্থনৈতিক দিকগুলির উপর আলোচনা অন্তর্ভুক্ত থাকতে পারে।

 

আন্তর্জাতিক চা দিবস চা উৎপাদনকারী দেশ, আন্তর্জাতিক সংস্থা, সরকার এবং চা উত্সাহীদের চা উৎপাদন, বাণিজ্য এবং ব্যবহার সম্পর্কিত জ্ঞান এবং অভিজ্ঞতা বিনিময় করার সুযোগ দেয়।

 

।। সংগৃহীত।।

 

 

 

 

 

 

Share This
Categories
প্রবন্ধ

ভারতীয় চলচ্চিত্রের সেরা পথপ্রদর্শক রাজ কাপুর – জন্ম দিবসে শ্রদ্ধাঞ্জলি।

রণবীর রাজ কাপুর ১৪ ডিসেম্বর, ১৯২৪ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের পেশাওয়ারে জন্মগ্রহণকারী বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও হিন্দি চলচ্চিত্রের পরিচালক ছিলেন। রাজ কাপুরকে ‘ভারতীয় চলচ্চিত্রের সেরা পথপ্রদর্শকরূপে’ আখ্যায়িত করা হয়ে থাকে। রাজ কাপুর এর হিন্দি ভাষার চলচ্চিত্রগুলি সমগ্র ভারত, মধ্যপ্রাচ্যে জনপ্রিয় ছিল।

 

 

তার অনেক চলচ্চিত্রই দেশপ্রেমে অনুপ্রাণিত।  আগ, শ্রী 420, জিস দেশ মে গঙ্গা বেহতি হ্যায় নব্য স্বাধীন ভারতকে ঘিরে।  ফলে দর্শকরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়।  এর মধ্যে শ্রী 420 সিনেমার গানের সংলাপ মেরা জুতা হ্যায় জাপানি বেশ জনপ্রিয়তা পায়।  কাপুরকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতাদের একজন হিসাবে বিবেচনা করা হয়। তার চলচ্চিত্রসমূহ বিশ্বের সর্বত্র বিশেষ করে এশিয়া ও ইউরোপে ব্যাপক সফলতা লাভে সক্ষমতা দেখায়। ভারতের চলচ্চিত্র শিল্পে তাকে ক্লার্ক গেবল নামে আখ্যায়িত করা হয়।

 

1930-এর দশকে কাপুর বোম্বে টকিজের জন্য একজন ক্ল্যাপার-বয় এবং পৃথ্বী থিয়েটার্সের অভিনেতা হিসাবে কাজ করেছিলেন, তার বাবার মালিকানাধীন দুটি কোম্পানি,পৃথ্বী রাজ কাপুর । রাজ কাপুরের প্রথম প্রধান পর্দার ভূমিকা ছিল আগ (1948; “ফায়ার”), যেটি তিনি প্রযোজনা ও পরিচালনা করেছিলেন। 1950 সালে তিনি তার নিজস্ব বোম্বে ফিল্ম স্টুডিও, আরকে গঠন করেন এবং পরের বছর আওয়ারা (1951; “দ্য ভ্যাগাবন্ড” বা “দ্য ট্র্যাম্প”) ছবিতে রোমান্টিক স্টারডম অর্জন করেন। তিনি বারসাত (1949; “বৃষ্টি,” বা “দ্য মনসুন”), শ্রী 420 (1955; “মিস্টার 420”), জাগতে রাহো (1956; “জেগে থাকুন,” “এ নাইট ইন দ্য সিটি” এর মতো সফল চলচ্চিত্রেও অভিনয় করেছেন । ,” অথবা “আন্ডার কভার অফ নাইট”), এবং মেরা নাম জোকার (1970; “মাই নেম ইজ জোকার”), যার অনেকগুলি তিনি লিখেছেন, প্রযোজনা করেছেন এবং পরিচালনা করেছেন। তার পরিচালিত কিছু ছবিতে তার দুই ভাই এবং তার তিন ছেলেকে দেখা গেছে।

 

যদিও কাপুর তার প্রথম দিকের সিনেমাগুলিতে রোমান্টিক প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন, তার সবচেয়ে পরিচিত চরিত্রগুলি চার্লি চ্যাপলিনের দরিদ্র কিন্তু সৎ ট্র্যাম্পের মডেল ছিল। তার যৌন চিত্রের ব্যবহার প্রায়শই ঐতিহ্যগতভাবে কঠোর ভারতীয় চলচ্চিত্রের মানকে চ্যালেঞ্জ করে। তার অনেক চলচ্চিত্রের গান মিউজিক্যাল হিট হয়েছে।

 

তিনি বেশ কিছুসংখ্যক পুরস্কারে ভূষিত হন। তন্মধ্যে তিনবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও এগারোবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। রাজকাপুরের সম্মানার্থে ও তার নামানুসারে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কারের নাম রাখা হয়। শিল্পকলায় অসামান্য অবদানের প্রেক্ষিতে ১৯৭৯ সালে ভারত সরকারের পক্ষ থেকে তাকে পদ্মভূষণ পদকে ভূষিত করা হয়। এছাড়াও ১৯৮৭ সালে ভারত সরকার কর্তৃক ভারতের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কার পান তিনি।

 

মৃত্যু পরবর্তীকালে ২০০১ সালে স্টারডাস্টের মিলেনিয়ামের সেরা পরিচালক মনোনীত হন। ২০০২ সালে স্টার স্ক্রিন কর্তৃক মিলেনিয়ামের শোম্যানরূপে বিবেচিত হন। ১৪ ডিসেম্বর, ২০০১ তারিখে ভারতীয় ডাকবিভাগ তার সম্মানার্থে মুখমণ্ডলকে ঘিরে ডাকটিকেট প্রকাশ করা হয়। ২০১৪ সালে গুগল তার ৯০তম জন্মদিন উপলক্ষ্যে স্মারক তুলে ধরে।

 

2 মে, 1988-এ, একটি পুরষ্কার অনুষ্ঠানের সময় যেখানে তিনি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ সম্মান পেয়েছিলেন, কাপুর অ্যাজমা অ্যাটাকের শিকার হন এবং ভেঙে পড়েন; এক মাস পরে তিনি মারা যান।

 

 

।।তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This
Categories
প্রবন্ধ

কমিউনিস্ট দর্শনে বিশ্বাসী ভারতের স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র পাকড়াশী – জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি।

ভারতের স্বাধীনতা আন্দোলন ছিল কিছু মানুষের কঠোর পরিশ্রম যার ফলেই ব্রিটিশদের থেকে ভারত রাজনৈতিক দিক থেকে মুক্তি পেয়েছে। ভারত উপমহাদেশের বিংশ শতাব্দীতে ব্রিটিশ সম্রাজ্যবাদ বিরোধী যে সশস্ত্র বিপ্লববাদী লড়াই-সংগ্রাম সংগঠিত হয় এবং যার ধারাবাহিকতায় ভারত স্বাধীন হয়। এই অন্দোলনে যে সকল বিপ্লবীর নাম সর্বজন স্বীকৃত তাঁদের মধ্যে  সতীশচন্দ্র পাকড়াশী সরকার প্রথমসারির একজন অন্যতম বিপ্লবী ছিলেন। সতীশচন্দ্র পাকড়াশী সরকার ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে এক উল্লেখযোগ্য নাম, যিনি দেশমতৃকার শৃঙ্খল মুক্তির জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন সম্পূর্ণ রূপে। সতীশ চন্দ্র পাকড়াশী ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং একজন বাঙালি সশস্ত্র বিপ্লবী।

 

সতীশ চন্দ্র পাকড়াশী ১৮৯১ সালের ১৩ ডিসেম্বর ব্রিটিশ ভারতের নরসিংদীর মাধবদীতে জন্মগ্রহণ করেন। পিতার নাম জগদীশচন্দ্র পাকড়াশী, মাতা মৃণালিনী।

 

১৪ বছর বয়সে, সতীশচন্দ্র তার ছাত্রাবস্থায় বিখ্যাত বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী মহারাজের সান্নিধ্যে আসার পর গুপ্ত বিপ্লবী পার্টি অনুশীলন সমিতির সদস্য হন।  ১৯১১ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর একই বছর অস্ত্র আইনে তাকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  মুক্তি পেয়ে তিনি নরসিংদীতে ফিরে গোপনে আবার দলে যোগ দেন।  তাকে মালদায় পাঠানো হয়েছে।  ১৯১৪ সালে তিনি কলকাতায় যান।  সতীশ পাকড়াশি আইবি পুলিশ সুপারকে হত্যা করার দায়িত্ব নেন কিন্তু পরিকল্পনা অনুযায়ী সুপারিনটেনডেন্টের সভাকক্ষে বোমা নিক্ষেপ করা হয় কিন্তু ভুলের কারণে সতীশ নিজেই বোমা নিক্ষেপে গুরুতর আহত হন।  রাজশাহী বিজ্ঞান কলেজের ছাত্ররা তাকে তাদের হোস্টেলে আশ্রয় দিয়ে চিকিৎসা সেবা দেয়।  ব্রিটিশ সরকার তার নামে একাধিক রাজনৈতিক ডাকাতির জন্য পরোয়ানা জারি করে।

 

১৯১৭ সালে, তার সহকর্মী নলিনীকান্ত বাগচীর সাথে তিনি ঢাকায় পুলিশের দমন-পীড়নের জন্য গা ঢাকা দেন।  আরও কয়েকজন সদস্যের সাথে তারা গৌহাটিতে যান এবং সেখান থেকে সারা বাংলাদেশে সশস্ত্র বিপ্লবের কাজ শুরু করেন।  ১৯১৮ সালের ১২ জানুয়ারি পুলিশ তাদের গোপন ঘাঁটি ঘেরাও করলে, ৭ জন পার্শ্ববর্তী নবগ্রহ পাহাড়ে পালিয়ে যায় এবং রিভলবার নিয়ে পুলিশের সাথে লড়াই করে।  ৫ জন ধরা পড়লেও সে ও নলিনীকান্ত বাগচী পালিয়ে যেতে সক্ষম হয়।  দুজনেই পায়ে হেঁটে কলকাতায় চলে যান।  এর কিছুদিন পরই ঢাকায় নলিনীকান্ত শহীদ হন।

 

 

 

১৯১৮ সালে কলকাতায় ধরা পড়লে তাকে প্রথমে প্রেসিডেন্সি জেল ও পরে রাজসাহী জেলে পাঠানো হয়। তিন বছর পরে মুক্তি পান। ১৯২৩ সালে সোভিয়েত রাশিয়া থেকে আগত বিপ্লবী অবনী মুখোপাধ্যায়ের সাথে তাকে রাশিয়ায় পাঠানোর চেষ্টা করে সমিতি তবে তা ব্যর্থ হয়। ১৯২৩ এর সেপ্টেম্বর মাসে তিনি আবার গ্রেফতার হন এবং রাজবন্দী হিসেবে ৫ বছর জেল খাটেন। এই সময় তিনি অলিপুর, মেদিনীপুর, ঢাকা, মহারাষ্ট্রের যারবেদা এবং কর্ণাটকের বেলগাঁও জেলে আটক থাকেন। ১৯২৯ এ মেছুয়াবাজার বোমা মামলায় গ্রেপ্তার হলে তার আন্দামানে দ্বীপান্তর হয়। ১৯৩৩ থেকে ছয় বছর সেলুলার জেলে বন্দী থাকেন। এই সময় তিনি কমিউনিজমে আকৃষ্ট হন। তার জীবনের ৩২ বছর কারান্তরালে কেটেছে। ১১ বছর আত্মগোপন করে ছিলেন।

১৯২৮ সালে তিনি কলকাতায় ধরা পড়লে প্রথমে তাকে প্রেসিডেন্সি জেলে এবং পরে রাজশাহী জেলে পাঠানো হয়।  তিন বছর পর মুক্তি পান তিনি।  ১৯২৩ সালে, সমিতি তাকে সোভিয়েত রাশিয়ার একজন বিপ্লবী অবনী মুখার্জির সাথে রাশিয়ায় পাঠানোর চেষ্টা করে, কিন্তু তা ব্যর্থ হয়।  ১৯২৩ সালের সেপ্টেম্বরে তিনি আবার গ্রেপ্তার হন এবং রাজকীয় বন্দী হিসাবে ৫ বছর দায়িত্ব পালন করেন।  এসময় তাকে ঢাকার আলিপুর, মেদিনীপুর, মহারাষ্ট্রের জারবেদা ও কর্ণাটকের বেলগাঁও থেকে আটক করা হয়।  ১৯২৯ সালে মেশুবাজার বোমা মামলায় গ্রেফতার হলে তাকে আন্দামান দ্বীপপুঞ্জে স্থানান্তর করা হয়।  ১৯৩৩ সাল থেকে তিনি ছয় বছর সেলুলার জেলে বন্দী ছিলেন।  এ সময় তিনি কমিউনিজমের প্রতি আকৃষ্ট হন।  তার জীবনের 32 বছর কারাগারে কেটেছে।  তিনি ১১ বছর ধরে আত্মগোপনে ছিলেন। তার রচিত গ্রন্থ অগ্নিযুগের কথা। এছাড়া স্বাধীনতা ও অনুশীলন পত্রিকায় তিনি বহু লেখা লিখেছিলেন। ঢাকার প্রগতি লেখক সংঘের প্রবীণ সদস্য ও বাংলাদেশ শহীদ প্রীতি সমিতির সভাপতিও ছিলেন।

 

মৃত্যু—

 

৩০ ডিসেম্বর, ১৯৭৩ সালে  বিপ্লবী সতীশচন্দ্র পাকড়াশী প্রয়াত যান।

 

।।তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This
Categories
প্রবন্ধ

বিনয় বসু, ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী – প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি।

ভারতের স্বাধীনতা আন্দোলন ছিল কিছু মানুষের কঠোর পরিশ্রম যার ফলেই ব্রিটিশদের থেকে ভারত রাজনৈতিক দিক থেকে মুক্তি পেয়েছে। ভারত উপমহাদেশের বিংশ শতাব্দীতে ব্রিটিশ সম্রাজ্যবাদ বিরোধী যে সশস্ত্র বিপ্লববাদী লড়াই-সংগ্রাম সংগঠিত হয় এবং যার ধারাবাহিকতায় ভারত স্বাধীন হয়। এই অন্দোলনে যে সকল বিপ্লবীর নাম সর্বজন স্বীকৃত তাঁদের মধ্যে বিনয় কৃষ্ণ বসু  প্রথমসারির একজন অন্যতম বিপ্লবী ছিলেন। বিনয় কৃষ্ণ বসু  ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে এক উল্লেখযোগ্য নাম, যিনি দেশমতৃকার শৃঙ্খল মুক্তির জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন সম্পূর্ণ রূপে।

 

বিনয় কৃষ্ণ বোস বা বিনয় বোস বা বিনয় বসু ছিলেন ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একজন ভারতীয় বিপ্লবী, যিনি সেক্রেটারিয়েট ভবনে আক্রমণ শুরু করেছিলেন;  বাদল গুপ্ত ও দীনেশ চন্দ্র গুপ্তের সাথে কলকাতার ডালহৌসি স্কোয়ারে রাইটার্স বিল্ডিং।

বোস ১৯০৮ সালের ১১ সেপ্টেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের মুন্সিগঞ্জ জেলার রোহিতভোগ গ্রামে জন্মগ্রহণ করেন।  তার বাবা রেবতীমোহন বসু ছিলেন একজন প্রকৌশলী।  মা ক্ষীরদাবাসিনী দেবী।

বিনয় খুব মেধাবী ছাত্র ছিল।  শৈশব থেকেই বিনয় খুব জেদী এবং আক্রমণাত্মক ছিলেন।  তার বড় সাহস ছিল এবং কোন কিছুতেই তার ভয় ছিল না।  তিনি মধ্যরাতে একাই বেরিয়ে যেতেন বিপ্লবী নেতা হেমচন্দ্র ঘোষের গোপন আস্তানায় এবং অন্যান্য বিপ্লবীদের সাথে দেখা করতেন।  স্কুল শেষ.  বিনয় পড়াশোনায় খুব মনোযোগী ছিল।  কিছুক্ষণ পড়ার সুযোগ পেতেন।  কিন্তু তিনি যা পড়েছেন, মন দিয়ে পড়েছেন।  ডাক্তার হতে চেয়েছিলেন কিন্তু সবকিছু উপেক্ষা করে সশস্ত্র বিপ্লব, স্বদেশী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন।  মেডিকেল কলেজের ছাত্র থাকাকালীন তিনি হেমচন্দ্র ঘোষের কাছ থেকে বিপ্লবের দীক্ষা নেন।

 

নেতাজি সুভাষ চন্দ্র বসু ১৯২৮ সালে বেঙ্গল ভলান্টিয়ার্স গঠন করেন। বিশ বছর বয়সী বিনয় বসু বেঙ্গল ভলান্টিয়ার্সের ঢাকা শাখায় যোগদান করেন এবং নেতৃত্ব দেন। ঢাকার কুখ্যাত পুলিশ কর্মকর্তা লোম্যান একের পর এক অন্যায় করে যাচ্ছেন।  অনেককে বিনা বিচারে আটক করা হয়েছে।  এমনকি বাড়ির মহিলাদের শ্লীলতাহানিও করে।  বিপ্লবী দলটি একটি গোপন বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেয় যে লোমানকে যেকোনো উপায়ে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে।  বিপ্লবীরা বিপ্লবীদের বিরুদ্ধে পুলিশের অকথ্য বর্বরতার প্রতিশোধ নেওয়ার সংকল্প করেছিল।  কিন্তু এই গুরুত্বপূর্ণ দায়িত্ব কাকে ন্যস্ত করা যায়?  বিনয় বোসকে অনেক ভেবেচিন্তে নির্বাচিত করা হয়।  ২৯ আগস্ট, ১৯৩০ সালে, পুলিশের মহাপরিদর্শক লোম্যান মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে একজন ব্রিটিশ অফিসারকে দেখতে যান।  বিনয় দিবালোকে লোম্যানকে গুলি করে হত্যা করে।  বিনয় বোসের গুলিতে গুরুতর আহত হন লোম্যান এবং তার সঙ্গী পুলিশ সুপার হডসন।  একটি মেডিকেল টিম কলকাতা থেকে বিমানযোগে এসেছিল কিন্তু কুঁচকি এলাকায় গুলিবিদ্ধ লোম্যানকে বাঁচাতে পারেনি।  ধারণা করা হচ্ছে গুলি মাথার খুলিতেও লেগেছে।  পুলিশ এলাকা ঘিরে ফেলে।  কে খুন করেছিল?  খুনি কোথায়?  পুলিশ একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করে।  হাসপাতালের মেঝে ঝাড়ু দেওয়া ঝাড়ুদারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।  কিন্তু ঝাড়ুদার বনে যাওয়া বিনয়কে মুহূর্তের মধ্যে চিনতে পারেনি পুলিশ।  বিনয় বোস মুহুর্তে হাসপাতাল ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হন।

 

লোম্যানের হত্যাকারী আততায়ীকে পুলিশ ধরতে সক্ষম না হলেও আততায়ী যুবক সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পেরেছিল। বিনয়ের সন্ধানদাতার জন্য ১০ হাজার টাকা পুরস্কারও ঘোষনা করল পুলিস। ওই সময় ভারতীয়দের উপর ইংরেজদের অত্যাচার-নির্যাতন শতগুণে বেড়ে যায় । শত শত রাজনৈতিক নেতা-কর্মী ও বিপ্লবীদের গ্রেফতার করে জেলে আটক রেখে চলে নির্যাতন । এই সময় ব্রিটিশ পুলিশ সুভাষচন্দ্র বসু, যতীন্দ্রমোহন সেনগুপ্ত এবং সত্য বক্সীর মতো নেতৃত্বকেও গ্রেফতার করে আলিপুর সেন্ট্রাল জেলে আটকে রাখে । একের পর এক নেতা-কর্মীকে গ্রেপ্তার করায় আলিপুর সেন্ট্রাল জেলের নির্দিষ্ট ওয়ার্ডে নতুন বন্দীদের জায়গা দেওয়া যাচ্ছিল না । জেলের মধ্যে সৃষ্টি হলো এক অসহনীয় অবস্থা। চলে নির্মম-নিষ্ঠুর অত্যাচার । সুভাষ বসু, যতীন্দ্রমোহন এবং সত্য বক্সীরাও বাদ গেলেন না এই অত্যাচার থেকে । এ ঘটনার খবর ছড়িয়ে পড়ল জেলের ভিতরে । জানা গেল এই অত্যাচারের পিছনে রয়েছে ইন্সপেক্টর জেনারেল কর্নেল এনএস সিম্পসন । বিপ্লবীদের টার্গেট হলো কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল লে. কর্নেল সিম্পসন ।  তাই বিপ্লবীদের পরবর্তী অভিযান ছিল কোলকাতার ‘রাইটার্স বিল্ডিং’ আক্রমণ । তাকে হত্যার দায়িত্ব পড়ে বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশচন্দ্র গুপ্ত-এর ওপর । ৯৩০ সালের ৮ ই ডিসেম্বর দীনেশ তার দুই সঙ্গী বিনয় বসু এবং বাদল গুপ্তসহ ইউরোপীয় পোশাকে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন এবং সিম্পসনকে গুলি করে হত্যা করেন । ব্রিটিশ পুলিশও তদের ওপর গুলি চালানো শুরু করেন । ফলে এই তিন তরুণ বিপ্লবীর সাথে পুলিশের সাথে বন্দুক যুদ্ধ শুরু হয় । টোয়াইনাম , প্রেন্টিস ও নেলসন সহ আরো বেশ কিছু অফিসার তাদের গুলিতে আহত হয় । পুলিশ দ্রুতই তাদেরকে যুদ্ধে পরাজিত করে ফেলে । কিন্তু এই তিনজন কোনোভাবেই ইংরেজদের হাতে ধরা দেবেন না প্রতিজ্ঞা করলেন তারা সিদ্ধান্ত নিলেন আত্মহত্যা করবেন । বাদল গুপ্ত সাথে সাথেই পটাশিয়াম সায়ানাইড খেয়ে নিয়েছিলেন, অন্যদিকে বিনয় এবং দিনেশ নিজেদের রিভলবার দিয়ে নিজেদেরকেই গুলি করেছিলেন । বিনয়কে আর দীনেশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে বিনয়ের চিকিৎসায় সাড়া দিয়ে সবে যখন মাথার ক্ষত শুকাতে শুরু করেছে ডাক্তারির ছাত্রটি ব্যান্ডেজ খুলে নিজেই ওর মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। ১৩ ই ডিসেম্বর সবার অজান্তে মহান এই বিপ্লবী পাড়ি দিলেন মহাপ্রস্থানের পথে মৃত্যুবরণ করলেন।

 

।।তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

 

Share This
Categories
প্রবন্ধ

স্মরণে কিংবদন্তি বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার – জটিলেশ্বর মুখোপাধ্যায়।

জটিলেশ্বর মুখোপাধ্যায় হলেন ভারতের একজন প্রখ্যাত সঙ্গীত পরিচালক, গায়ক ও গীতিকার। তিনি গানকে ভালোবেসেছিলেন, ভালোবাসতেও শিখিয়েছিলেন। বাংলা রবীন্দ্রপরবর্তী যুগে বাংলা গানের জগতে নতুন দিশা দেখিয়েছিলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়। তাঁর হাত ধরেই বাংলা গানের স্বর্ণযুগের সেতুবন্ধন হয়েছিল। ‘বধূয়া আমার চোখে জল এনেছে’, ‘এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার’ তাঁর বিখ্যাত গানগুলোর মধ্যে অন্যতম৷ ২০১৩ সালে তাঁকে রাজ্য সঙ্গীত আকাদেমি থেকে জ্ঞানপ্রকাশ ঘোষ পুরস্কারে ভূষিত করা হয়। তাঁর এই সৃষ্টি বাঙালির তথা বাংলা গানের হৃদয়ে অমর হয়ে আছে ও থাকবে।

জন্ম ও পারিবারিক পরিচিতি—

 

১৯৩৪ সালের ১৩ ডিসেম্বর অবিভক্ত বাংলার চুঁচুড়ায় জন্মগ্রহণ করেন জটিলেশ্বর মুখোপাধ্যায়। আট ভাইয়ের মধ্যে জটিলেশ্বর সবচেয়ে ছোট। দাদারা অনেকেই ভালো গান গাইতেন । গান গাওয়ার পেছনে তাঁর অনুপ্রেরণা মা অন্নপূর্ণা ও দাদা কপিলেশ্বর মুখোপাধ্যায়। ১৯৫৫ সালে প্রথম আকাশবাণীতে গান গাওয়ার সুযোগ পান জটিলেশ্বর মুখোপাধ্যায়। ১৯৭৪ সালে তাঁর রেকর্ড করা ‘এ কোন সকাল’ গানটি আজো বিভিন্ন ক্ষেত্রে নানা দুরবস্থার কথা তুলে ধরতে ব্যবহার করা হয়।

 

সঙ্গীত চর্চা—

 

সতীনাথ মুখোপাধ্যায়, চিন্ময় লাহিড়ী ও সুধীন দাশগুপ্তের কাছ থেকে তিনি সঙ্গীতের শিক্ষা নেন।১৯৬৩ সালে মেগাফোন থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম গানের ‘রেকর্ড’। তাঁর প্রথম রেকর্ড সুর ও কথা ছিল সুধীন দাশগুপ্তের। এরপর ১৯৬৪ সালে সলিল চৌধুরীর কথা ও সুরে মেগাফোন থেকেই বের হয় তাঁর দ্বিতীয় রেকর্ড, সেই বিখ্যাত গান ‘পাগল হাওয়া’। এর পর মেগাফোন, এইচএমভি থেকে নিয়মিত প্রকাশিত হতে শুরু করে তাঁর গাওয়া গান।  বাংলা আধুনিক গানের স্বর্ণযুগে অন্য মাত্রা যোগ করে তাঁর কণ্ঠ ও সঙ্গীতারোপের কুশলতা। তাঁর জনপ্রিয় সৃষ্টির মধ্যে অন্যতম ”কেউ বলে ফাগুন/ কেউ বলে পলাশের মাস..”, ”আমার স্বপন কিনতে পারে”, ”আহা ভালোবেসে এই বুঝেছি”, ”এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার”, ”কাঁদে গো শচীমাতা নিমাই নিমাই”, ”যদি সত্যিই আমি গান ভালোবেসে থাকি”..প্রভৃতি।

 

পুরস্কার ও সম্মাননা—

 

২০১৩ সালে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমি কর্তৃক জ্ঞানপ্রকাশ ঘোষ পদকে ভূষিত হন। এছাড়াও তিনি সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন ‘দামু’ ও ‘নটী বিনোদিনী’ চলচ্চিত্রে সুরারোপ করে।

 

মৃত্যু—

 

২১ ডিসেম্বর ২০১৭সালে তিনি প্রয়াত হন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মাল্টি-অরগ্যান ফেলিওর হয়ে তাঁর মৃত্যু হয়।

।।তথ্য: সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This
Categories
প্রবন্ধ

ভারতীয় সিনেমায় “অভিনয় দেবতা” হিসেবে আজও জনপ্রিয় ‘থালাইভা’ রজনীকান্ত।

তিনি ‘থালাইভা’ রজনীকান্ত। রঙিন দুনিয়ার এই মানুষটির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। শিবাজি রাও গায়কওয়াড়, যিনি তার মঞ্চ নাম রজনীকান্ত নামে পরিচিত, একজন অভিনেতা এবং তামিল চলচ্চিত্র শিল্পের একজন মেগাস্টার। তিনি একজন অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার। তিনি এশিয়ার সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের একজন।  তামিল সিনেমা ছাড়াও, তিনি হিন্দি, তেলেগু, কন্নড় এবং ইংরেজি সিনেমাতেও কাজ করেছেন।  ব্যাঙ্গালোর ট্রান্সপোর্ট সার্ভিসে বাস কন্ডাক্টর হিসেবে কাজ করার সময় তিনি নাটকে অভিনয় শুরু করেন।  ১৯৭৩ সালে, তিনি অভিনয়ে ডিপ্লোমা করার জন্য মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে যোগ দেন।  এখানেই তিনি কে. বালাচন্দরের নজরে পড়েন, যিনি তাঁকে ১৯৭৫ সালের চলচ্চিত্র অপূর্ব রাগাঙ্গালে তার প্রথম বিরতি দেন।  অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজক ও চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন।  তাঁর চলচ্চিত্র কর্মজীবন ছাড়াও, তিনি একজন জনহিতৈষী, আধ্যাত্মবাদী এবং দ্রাবিড় রাজনীতিতে একটি প্রভাব হিসাবে কাজ করেন।  শিল্পকলায় অবদানের জন্য ভারত সরকার তাকে ২০০০ সালে পদ্মভূষণ এবং ২০১৬ সালে পদ্মবিভূষণে ভূষিত করেছে।   রজনীকান্তের ব্যাপক জনপ্রিয়তা এবং আবেদন মূলত তাঁর আচরণ এবং সংলাপের স্টাইলাইজড ডেলিভারি থেকে টানা হয়েছে।

রজনীকান্ত ১৯৫০ সালে ১২ ডিসেম্বরে জন্মগ্রহণ করেন,তিনি জন্মগ্রহণ করেন ভারতের মিসোর রাজ্যের বেঙ্গালুরুতে একটি মারাঠি পরিবারে, যা বর্তমানে কার্নাটকের একটি অংশ। তাঁর নাম রাখা হয় ছত্রপতি শিবাজীর নাম অনুসারে শিবাজী রাও গায়েকোয়াড ,একজন যোদ্ধা, এবং যিনি মারাঠি এবং কন্নড় ভাষার মানুষদের আনেন।

ছয় বছর বয়সে, রজনীকান্ত “গাভিপুরাম সরকারি কন্নড় মডেল প্রাথমিক বিদ্যালয়ে” ভর্তি হন এবং সেখানে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। শিশু হিসেবে, তিনি ক্রিকেট, ফুটবল এবং বাস্কেটবল খেলতে অনেক আগ্রহী চিলেন এবং অনেক দুষ্ট ছিলেন। এই সময় তার ভাই তাকে রামকৃষ্ণ মিশন কর্তৃক স্থাপিত রামকৃষ্ণ মঠে নিয়ে যান। মঠে তিনি বেদ শিখতেন, ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক গ্রন্থ, যা মনে প্রভাব ফেলে। আধ্মাতিক শিক্ষার সাথে, তিনি মঠে নাটকে অভিনয়ও করা শুরু করেন। মঠে অভিনয়ের পর থেকে অভিনয়ের প্রতি তার অদম্য স্পৃহা জাগে এবং তিনি হিন্দু মহাকাব্য মহাভারত-এ “একলব‌্য” এর বন্ধুর চরিত্রে অভিনয়ের সুযোগ পান। তাঁর পরিবেশনা দর্শকের কাছ থেকে এবং কন্নড় কবি ডি.আর.বেন্দ্রের কাছ থেকে আলাদাভাবে প্রশংসা অর্জন করেন।

ভারতীয় শহর বেঙ্গালুরুতে বেড়ে উঠেন, রজনীকান্ত অসচ্ছল জীবনের সাথে লড়াই করে কাটিয়েছেন তাঁর শৈশব। রজনীকান্ত লাতা রাঙ্গাচড়িকে বিয়ে করেন। লতা এথিরাজ মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন, যিনি তাঁদের কলেজ ম্যাগাজিনের জন্য রজনীকান্তের সাক্ষাৎকার নেওয়ার জন্যে গিয়েছিলেন। তাদের বিয়ে হয় ১৯৮১ সালে ২৬ ফেব্রুয়ারি, অন্ধ্র প্রদেশের ত্রিপাটিতে। তাঁদের দুই মেয়ে “ঐশ্বর্য্য রজনীকান্ত” এবং “সৌন্দর্য্য রজনীকান্ত”। তার স্ত্রী, লতা রজনীকান্ত, বর্তমানে একটি “আশ্রম” নামে একটি বিদ্যতালয় পরিচালনা করেন।
বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসের সহকারী হিসেবে কাজ করা অবস্থায় তিনি নাটকে অভিনয় করতেন। তিনি ১৯৭৩ সালে মাদ্রাজ আসেন “মাদ্রাজ ফিল্ম ইনিস্টিটিউট” থেকে অভিনয়ের উপর ডিপ্লোমা পড়ার জন্য। তামিল চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে রজনীকান্ত একসময় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে, ভারতীয় জনপ্রিয় সংস্কৃতিতে তিনি “ অভিনয় দেবতা” হিসেবে জনপ্রিয় হন।রজনীকান্ত ১৯৮৩ সালে হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ করেন, একটি চরিত্রেআন্ধা কানুন , একটি চলচ্চিত্র যা তাঁকে বলিউড মেগাস্টারের সাথে জুটিবদ্ধ করেছিলঅমিতাভ বচ্চন । তিনি মুকুল আনন্দের হাম (১৯৯১) সহ আরও দুটি হিন্দি ছবিতে বচ্চনের সাথে অভিনয় করেছিলেন । রজনীকান্ত ভারতের অনেক বড় ব্লকবাস্টার চলচ্চিত্রে অভিনয় করেছেন , যার মধ্যে রয়েছে মুন্ড্রু মুগাম (১৯৮২), থালাপাথি (১৯৯১), বাশা (১৯৯৫), পদয়াপ্পা (১৯৯৯), এবং সায়েন্স-ফিকশন থ্রিলার।Enthiran (২০১০) এবং এর সিক্যুয়াল,2.0 (২০১৮); পরবর্তী দুটি সিনেমায় তিনি রোবট চিট্টি বাবু এবং এর নির্মাতা ডক্টর ভাসিগারন উভয় চরিত্রে অভিনয় করেছেন।ভারতের বিভিন্ন অঞ্চলের সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রসহ অন্যান্য দেশের সিনেমাতেও অভিনয় করেছেন। তবে সম্প্রতি রজনীকান্তের দীর্ঘ কেরিয়ার জীবনে অন্যতম সফল ছবি হিসেবে থেকে গেল জেলার বক্সফিসে যা ইতিহাস সৃস্টি করেছে।

রজনীকান্ত তার অভিনীত অনেক সিনেমার জন্য অসংখ্য পুরস্কার অর্জন করেন, বিশেষভাবে তামিল সিনেমার জন্যে। তিনি প্রথম “ফিল্মফেয়ার সেরা তামিল অভিনেতা পুরস্কার” অর্জন করেন ১৯৮৪ সালে “নাল্লাভানুকু নাল্লাভান” সিনেমার জন্যে।তিনি ২০১৯ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন। ২০১৩ সালে, তিনি ছয়টি “তামিলনাড়ু স্টেট চলচ্চিত্র পুরস্কার” অর্জন করেন। যার মধ্যে চারটি সেরা অভিনেতা এবং বাকি দুইটি সেরা অভিনেতা হিসেবে বিশেষ পুরস্কার এবং ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কার – তামিল। তিনি ভারতের তৃতীয় বেসামরিক সম্মান পদ্মভূষণ অর্জন করেন।

।। তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

 

Share This
Categories
প্রবন্ধ রিভিউ

আজ আন্তর্জাতিক পর্বত দিবস, জানুন দিনটি কেন পালিত হয় ও গুরুত্ব।

প্রতি বছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশেই কিছু না কিছু দিবস পালিত হয়। ঐ নির্দিষ্ট দিনে অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরি করতেই এই সমস্ত দিবস পালিত হয়। এমনি ভাবে প্রতিবছর ১১ ডিসেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক পর্বত দিবস দিনটি পালিত হয়ে আসছে। পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই ভবিষ্যতকে সামনে রেখে জাতিসংঘ ২০০৩ সালের ১১ ডিসেম্বরকে আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে ঘোষণা করে।রাষ্ট্রসংঘ ২০০২ সালটিকে প্রথম ‘আন্তর্জাতিক পর্বত বছর’ (International Mountain Year) হিসেবে ঘোষণা করে। এই আন্তর্জাতিক পর্বত বছর পালন শুরু হয় নিউ ইয়র্কে। আর ঠিক তার পরের বছর অর্থাৎ ২০০৩ সাল থেকে ১১ ডিসেম্বর ‘আন্তর্জাতিক পর্বত দিবস’ পালন করা শুরু হয় সমগ্র বিশ্ব জুড়ে। রাষ্ট্রসংঘের উদ্যোগে বিভিন্ন খাদ্য ও কৃষিকেন্দ্রিক সংস্থাগুলি এই দিবস পালনের জন্য বেশি সক্রিয় থাকে।
তাই প্রকৃতির অপরূপ দান পাহাড়-পর্বত সুরক্ষা করে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পালিত হয় ‘আন্তর্জাতিক পর্বত দিবস’।

 

তাছাড়া, বিশ্বের বহু মানুষের জীবিকা পর্যটনের উপর নির্ভরশীল। সেই কারণে পর্বত পর্যটনকে টিকিয়ে রাখা বহু মানুষের জন্য গুরুত্বপূর্ণ। পর্বত পর্যটন যেমন বহু মানুষের জীবিকার ব্যবস্থা করতে পারে, তেমনই দারিদ্র্য দূর করে, সামাজিক মেলবন্ধন ঘটায় এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। পাশাপাশি পর্যটনের মাধ্যমে প্রকৃতি, সংস্কৃতি, আধ্যাত্মিক ঐতিহ্য তুলে ধরার সুযোগ পাওয়া যায়। পাহাড় কে না ভালোবাসে। বহু মানুষই পাহাড়ে বেড়াতে যেতে ভালবাসেন। তাই তাঁদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত পাহাড়ে গেলে যেমন প্রকৃতির সঙ্গে একাত্মতা তৈরি হয়, তেমনই মন উদার হয়। যাঁরা পাহাড়ে বেড়াতে যান, তাঁদের দায়িত্ব হল প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা। যত্রতত্র আবর্জনা ফেলে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করা কোনওভাবেই কাম্য নয়।
রাষ্ট্রসংঘের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ মানুষ পার্বত্য অঞ্চলে বসবাস করেন। এমনকি জীববৈচিত্র‍্যের ৫০ শতাংশ হটস্পট এলাকাই বিভিন্ন পর্বতের অন্তর্গত। প্রায় অর্ধেক মানবসম্প্রদায় পর্বতজাত মিষ্টি জল খেয়ে জীবনধারণ করে থাকে। পৃথিবীর প্রায় ২২ শতাংশই পার্বত্য অঞ্চল। এই অঞ্চলগুলি ৬০ থেকে ৮০ শতাংশ মিষ্টি জলের উৎস। পার্বত্য অঞ্চলের মানুষের জীবন অত্যন্ত বৈচিত্র্যময়। পর্বতমালা, নদ-নদী, বহু প্রজাতির উদ্ভিদ ও প্রাণী এ অঞ্চলকে করেছে বৈচিত্র্যপূর্ণ। যেকোনো দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে পার্বত্য অঞ্চলের উন্নয়ন অপরিহার্য। তাই এইসকল কারণে পর্বতের উন্নয়নসাধন আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় এবং তাৎপর্যপূর্ণ। কিন্তু আজকের বিশ্বে প্রকৃতি পরিবর্তিত হচ্ছে। অতিমাত্রায় বিশ্ব উষ্ণায়ন প্রাকৃতিক পরিবেশের স্বাভাবিকতাকে ব্যাহত করছে। পর্বতমালার জলবায়ু পরিবর্তিত হওয়ায় সেখানকার জীবকুল অত্যন্ত সংকটাপন্ন। বিশ্ব উষ্ণায়নের কারণে পার্বত্য অঞ্চলের মানুষদের জীবনধারণ আরো কঠিন হয়ে পড়েছে কারণ হিমবাহগুলি এত দ্রুত হারে গলে যাচ্ছে যে তা স্বাভাবিক জলের উৎসকে প্রভাবিত করছে। আর তার থেকেও বড় অতিরিক্ত জলে প্লাবিত হবার আশঙ্কাও বেড়ে যাচ্ছে। তাই আমাদের সকলকেই দূষণ রোধে অগ্রণী হতে হবে যাতে উষ্ণতা বৃদ্ধি কমানো যায়। তা না হলে আগামীতে বিপন্ন হবে এখনকার জীবনযাত্রা। তাই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ১১ ডিসেম্বর বিশ্বজুড়ে ‘আন্তর্জাতিক পর্বত দিবস’ পালিত হয়। আধুনিক বিশ্বে বিপন্ন প্রকৃতির কথা মাথায় রেখে পর্বতের রক্ষণাবেক্ষণ এবং তার উন্নয়নের ধারণা থেকেই এই দিনটি পালন করা হয়ে থাকে। পাশাপাশি পর্বতের পরিবেশবান্ধব উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য ইত্যাদি বিষয়ের গুরুত্ব তুলে ধরাই এই দিবসের উদ্দেশ্য।

 

আন্তর্জাতিক পর্বত দিবস কীভাবে উদযাপন করবেন।

আন্তর্জাতিক পর্বত দিবস আনন্দ এবং শিক্ষামূলক উপায়ে উদযাপন করা যেতে পারে। হাইকিং উত্সাহীরা আনন্দের সাথে সাথে দূরবর্তী স্থানগুলি উপভোগ করতে সক্ষম হবেন যেগুলি খুব কমই ভ্রমণ করেন। আপনি শহরের জীবনের আলোক দূষণ এবং কোলাহল থেকে দূরে ক্যাম্পে বসতি স্থাপন করতে পারেন।
অথবা হয়ত আপনি ড্রাইভ করতে পছন্দ করেন, পাহাড়ের ধারে ঘুরাঘুরির রাস্তার মধ্যে সবচেয়ে সুন্দর কিছু দেশ আছে যা কাছে বা দূরে পাওয়া যায়।
আপনি এই দিনে পর্বতারোহণ বা হাইক করার পরিবর্তে আপনার মাউন্টেন বাইক নিয়ে যেতে পারেন। পাহাড়ের দর্শনীয় স্থানগুলি উপভোগ করতে পারেন।  তবে সর্ব প্রথম আপনি নিরাপত্তা অগ্রাধিকার নিশ্চিত করুন। সর্বদা একটি হেলমেট পরুন এবং আপনার বাইকটি আগে থেকেই পরীক্ষা করে নেওয়া ভাল।

ক্যাম্পিং করতে আপনি আন্তর্জাতিক পর্বত দিবসও ব্যবহার করতে পারেন।  পাহাড়ে সপ্তাহান্তে ক্যাম্পিং একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা।  আপনি সম্পূর্ণ ক্যাম্পিং অভিজ্ঞতার জন্য যেতে চাইতে পারেন। সিদ্ধান্ত আপনার।  আপনার চারপাশের পাহাড় এবং আকাশের তারা দেখার মতো কিছু নেই।  এটি একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা, এবং অবশ্যই আন্তর্জাতিক পর্বত দিবস কাটানোর সেরা উপায়গুলির মধ্যে একটি।  সুতরাং, এভাবে আপনি একটি দুর্দান্ত ক্যাম্পিং উইকএন্ড উপভোগ করুন।

 

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This