ভুলবো না কোনও দিন
চতুর্দশী কন্যাটি লজ্জায় লাল হয়
এই কথা টি বহুজন বহুবার বলে গেছে
ভোরের বেলায় চাঁপার গন্ধে মিশিয়ে দিয়ে
দ্বিপ্রহরের ব্যস্ত সময় চোখে চোখ রেখে
মুগ্ধতার ঝিলিক মৃদু হাসি মৃদু ভাষে কত
কথার বন্দনা রচনা হয়ে যেত
বৈকালের নিবিড় বাঁধনে কত মধুর কাব্যকথা
শুনতে শুনতে চুপিচুপি সন্ধ্যা এসে আড়াল
হয়ে দাঁড়াত
তখন জানা হয়ে গেছে স্তুতি আর বাস্তবের
গতিপথ দুটো ভিন্ন
না বলা কথা টাই অবশেষে জানাল
সবাই ভুলে যায় কিন্তু ভুলব না বলে।
Categories