প্রাণের পাখি ভালোই তো-
শূন্যে বিচরণ করছিলি,
কেনো তোর মন চাইলো যেতে অজানায়?
নিজে বন্ধনমুক্ত করে দিলি উড়াল!
ভয়ে তোর হৃদযন্ত্রের কম্পন হয়নি বুঝি?
প্রণয়াসক্ত ছিলি তাই না-
তাই তো তোর মস্তিষ্ক বিকৃত হলো-
কে করলো রে তোকে বিবর্ণ?
সেকি বাদ্যকর?
ডানার ভাঁজে রেখেছিলি
অতীতকে আড়ালে!
মনে পড়ে সে স্বপ্নের রং,
তুই তো নিজেই মেখেছিলি গায়ে?
ঝড় তো ওঠেনি তবে কেনো পথ হারালি?
দল থেকে হোলি বিচ্ছিন্ন-
বর্তমানে দিবারাত্রি কাটে তোর আষাঢ়ের প্রত্যাশায়!
তালগাছে যে তোর অতীত বাঁধা-
কি করে ফিরবি?
স্বয়ং ডানা নিয়েছিস ছেঁটে||