চৈত্র রাতের জ্যোৎস্নায় বড় মায়া
দিন গুলির ক্লান্ত বাতাসে বিরহের সুর বাজে
আপনাকে যেন সমর্পন করে নতুনের কাছে
বর্ষশেষের গ্লানি গুলি রেখে যায় ধূসর প্রান্তরে
বিষন্নতার ছায়া ঝরাপাতার নিঃশব্দ পতনে
আমরা ভুলে যাই তার রঙীন দিনের উচ্ছলতা ভুলে যাই দিক দিগন্তে তার রঙের খেলা পলাশ শিমূল কৃষ্ণচূড়ার আগুন ঝরা খেলা
ভুলে যাওয়াতেই জীবন অভ্যস্ত।
যে চলে যায় চলেই যায় চলে যেতে দিতে হয় এই তো নিয়ম।
কালের অবিরত যাওয়া আসার খেলা চলতেই থাকে।