তুমি এসেছিলে বুঝি?
আমি দেখিনি,
তবে তোমার পায়ের চিহ্ন রেখে গেছো।
এখন তুমি কোথায়, কত দূরে?
দু’জনের একসাথে যাবার কথা ছিলো এক নৌকায়!
কেনো আগে নিলে বিদায়,
পারঘাটে বাঁধা আছে একটি নৌকা-
হয়তো হবে আমারই,
মাল্লার নেই,
জেলেরা ফেলেছে জাল, অপেক্ষায় থাকা|