Categories
কবিতা

ঝরা কুঁড়ি : রাণু সরকার।

রাস্তায় চলতে বিহান বেলায়
বাঁকা দৃষ্টিতে দেখেছিলাম মুকুল
কোনদিন হয়নি সংলাপ
হঠাৎ সন্ধ্যা হতে না হতেই গেলো
ঝড়ে-
কী তার কারণ?
হয়তো পড়েছিলো কুদৃষ্টি-
কেনো দেইনি সুদৃষ্ঠি পথের ধারে বলে?-
পড়শিরা যদি করে কানা-কানি-
ক্ষতবিক্ষত পাপড়ি ক্লান্ত কাঁদায়
আছে বিশ্রামে,
ঝড়া কুড়ি কী তার দোষ?
যত্নে ধুয়ে সাজাই হৃদয় পটে!

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *