ছাইরঙের কিছু শব্দ
তারা বাঁচতে চায়!
সবেগে তাড়িত করে গভীর রাতে-
মস্তিষ্কে নিষ্ঠুরের মতো করে আঘাত-
তখন আর্তনাদে ধ্বনিত হয়।
শব্দগুলো এখন ভীষণ বিরক্তিকর লাগে,
মাঝে মাঝে ক্লান্ত ক’রে তোলে,
বিদ্রূপ রোষে সংঘর্ষ চলে এদের সাথে আমার।
তাই নিক্ষেপ করলাম অগ্নিতে।
ভেবে ছিলাম ধোঁয়ার সাথে সব উড়ে যাবে-
গেলো না তবে-কিছু থেকে গেলো-
দিনলিপিতে অক্ষরের পরিচয়ে
চিরকালের মতো মুদ্রিত স্মৃতি পটে।
অলক্ষিত ভাবে চলে আসে শব্দহীন
থাকলে মস্তিষ্কে,
তখন অনুসন্ধান করতে আমাকে বাধ্য করায়,
এদের ছেড়ে কী করে বাঁচা যায়-
এরা তো আমার বাগযন্ত্র!