দুঃখ, তুমি কত সুন্দর
হৃদয়টাকে ভেঙে কত না করছো খণ্ড বিখণ্ড,
তবুও হইনি আশাহত, নিজেই ভাঙা হৃদয়টাকে দিয়েছি জোড়াতালি।
তুমি আমার জীবনে আসাতে হয়েছি লাভবান,
তোমার থেকে পেয়েছি অনেক শিক্ষা।
মনে রাখার জন্য কিছু রেখেছি আলগাভাবে।
এই ক্ষতচিহ্ন গুলো আমায় উৎসাহ দেয়
দ্রুতগতিতে চলতে আমার গন্তব্যপানে।
দুঃখ, সত্যিই তুমি সুন্দর, তুমি তো নাও আসতে পারতে আমার জীবনে, ভাগ্যিস তুমি পাশে ছিলে
তাই তো সব কিছুর মানে আমার কাছে আজ হয়েছে সহজবোধ্য।