এক শ্রাবণের সন্ধ্যায় বসে ছিলাম দু’জনে,
চিন্তান্বিত ছিলাম আপন সংলাপে!
ঝিরঝির পড়ছিলো বর্ষা,
কখন যে লুকিয়ে রেখেছিলো সে
আমার বুকের ভাঁজে একটি গোলাপ আমি স্পর্শদ্বারাও অনুভব করতে পারিনি, এতোটাই মগ্ন ছিলাম কাব্যে-কথায়!
এক রাশ আনন্দ নিয়ে বাড়ি ফিরছি,
পোশাক খুলতেই সে যেনো পড়তেই চায় না,
জাপটে আছে বুকে!
আমি অবাক হয়ে ভাবছি কখন এ কাজ করলো একটুও বুঝতে পেলাম না-
এতোটাই ছিলাম পরিপ্লুত!
পুরনো স্মৃতি মৃত হলেও মাঝে মাঝে তারা জেগে ওঠে,
স্মৃতিরা অগোছালো হয়, ওদের কি গুছিয়ে রাখা যায়?
সুসংবদ্ধ আলাপচারিতার কোন নথীভুক্তি থাকে না,
আমার স্মৃতিগুলো খুব উচ্ছৃঙ্খল,
বোঝালেও বোঝে না,
মানে না দিনরাত,
যখন তখন যে কোন রাগে
গলা ছেড়ে গাইতে শুরু করে।
আকাঙ্ক্ষা ছিলো বুড়ো আগুনে পুড়ে হব ছাই-
কবে সদ্যজাত ঘাসের ডগায় জেগে উঠবে কে জানে।
এখন গোলাপ দিলে সেটা স্মৃতি হওয়া সময়সাপেক্ষ!
919330728724