তুমি আকাশ পটের
বনগোলাপের ঝাড়।
আমাকে প্রেমের বন্ধনে
রেখেছো বেঁধে,
নিষ্প্রাণের মত
শৈত্য দৃষ্টিতে।
আমার কাব্য ক্ষুদ্র হয়ে নিজে হয় শাণিত,
তখন হৃদয়ে কাটে আঁচড়।
তুমি ধ্বনিশূন্য থেকে নিজেকে ঘায়েল
করতে পছন্দ কর,
তাইতো বলো কাব্য?
বিরল এক সৌন্দর্য ছড়িয়ে পড়ে চতুর্দিকে।
আমিও তখন চলি নিজেকে ঘায়েল করতে,
অদৃষ্টক্রমে কেউ না কেউ দেখে,
তখন অ-দীক্ষত হই আমি।
919330728724