কত সোনার মত দিন কেটে গেল হেলাফেলায়
বুঝি নি কখনও এত ছোট্ট
আমাদের জীবন !
কত কিছুই রয়ে গেল বাকি
ভাল করে ছুঁয়ে দেখার আগেই মনে হল এতটুকু মোটে সময়!
জীবন এত দ্রুত চলে যায়
কেউ বোঝে না কত কী করার ছিল কত কী বলার ছিল
কিছুই হল না ।
মনে হত অনেক বাকি আছে পথ চলা চলতে চলতে কখন যে এসে গেছি নদীতীরে জানি না।
অস্পষ্ট অচেনা ধূসর এক জগত হাতছানি দেয়
জানি না কেমন সে।
বড় মন কেমন করে কেন এত দ্রুত চলে গেল দিনগুলি!
Categories
বৃদ্ধ বয়স : শীলা পাল।
