কতো কথাই তো জমে থাকে মনের ভিতর
বলা হয় না বলি বলি করেও।
ঠিক মুহূর্ত টা বুঝতে পারি না
যখন বললে তুমি শুনবে।
এরকম করেই দিনগুলো কেটে যায় ।
কথাগুলো কিছুটা সবুজ শ্যাওলা ধরা জবুথবু বৃদ্ধার অস্পষ্ট কন্ঠের মতো
রিনরিনে সুর টি চাপা পড়ে গেছে
বৃদ্ধ কদমগাছের ডালে ।
সে তখন যুবক ছিল অনেক শুনেছে যেমন দোয়েলের গানে বুলবুলের শীসে, মন ভাসানদীর মতো টলটলে ছলছলে তার যৌবন।
এখন কে শুনবে বল তোমার কথা
আর কী সময় আছে? ভুল করেও পরে বলব
একথা মনেও এনো না ।এই যে সময় সেতো
চলে যাবার তাড়ায় অস্থির
যেটুকু সাধ যেটুকু আহ্লাদ ওকে ধরে বেঁধে
করে নাও নাহলে যা হল না তা আর কোনও দিন হবে না।
যে হাসি ঠোঁটের কোনে জাগে তা রেখে যেতে পারাটাই সুখের ,এই কৌশল জানতে
যাপনের যে আর্ট আছে সেইটুকু রপ্ত করতে হবে মাত্র ।
Categories
যাপন কথা : শীলা পাল।
