Categories
অনুগল্প

বহুকাল পর : লাজু চৌধুরী।

বহু কাল পর দরজায় হঠাৎ কড়া নাড়লো —–
দরজা খুলে দেখি ঠিকানা দাড়িয়ে আছে যাকে আমি বহু কাল আগে ফেলে এসেছি।

ভাবছি কি বলবো ভীশন ভাবনায় পড়ে গেলাম।

The past is very mysterious…যাকে আমি অনেক আগেই ভুলতে বসেছি। কারন সেখানে আমার বাবা মা ছোট বোন। আমার অনেক গুলো গুরুত্বপূর্ণ ভালোবাসার মুখ আমার খালা খালু, আমার ভাই বোন চাচা চাচি আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ মুখ Those in contact I had oxygen to like ….কিন্ত অতীত আজ ঠিকানার হাত ধরে আমার দরজায় কেনো।
আমি প্রশ্ন করলাম কি চাই তোমাদের কাছে আমি সব কিছু ছেড়ে দিয়ে এসেছি ঠিক তা নয় তোমার সব নিয়োতির দোহাই দিয়ে সব কিছু কেড়ে নিয়েছ। মাঝে মাঝে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় । আমি ভীষন একা আমার ভাবনা গুলো আমার গুরুত্বপূর্ণ চিন্তাধারা আমার মনের ভিতরে একটা আমার আমি আছে যাকে নিয়ে আমি ডুবে আছি ভালো লাগা মন্দ লাগা সব কিছু কে আগলে রেখে যাবতীয় সব ঠিকানা ভুলে গেছি।
আরো ভীষণ অবাক হচ্ছি ঠিকানার পাশে অতীত । অতীতের হাত ধরে জীবন দাঁড়িয়ে আছে।I wanted a lot from life —-স্বার্থপর আমাকে কিছু দেয়নি অপেক্ষার দরজায় এখন পযর্ন্ত দাঁড়িয়ে আছি। প্রশ্ন রাখলাম জীবনের কাছে?
আরো বেশি রহস্যময় হয়ে উঠছি আমি নিজেই । এই তিন ব্যাক্তি কেউ আমার কথা রাখেনি কেউ আমার প্রশ্নের উত্তর দেয়নি।
অবশেষে আমার দরজায় রেখে গেলো অবহেলা আর হতাশা । আমি চিৎকার করে বললাম আমাকে শেষ করতে পারবেনা। তোমাদের পিছনে দাঁড়িয়ে আছে আমার বিশ্বাস।
আমি পলাতক ছায়া নই। অবশেষে সম্পর্ক পাশে এসে দাড়ালো।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *