Categories
কবিতা

কূল : রাণু সরকার।

অত্যন্ত ভাবপ্রবণ প্রবাহিণীর কূল
সেখানে প্রবাহিণী শান্তির সুপ্তি ,
ভিজে মাটির সৌগন্ধের মত্ততায় শব্দহীন।
অন্তরাত্মা চায় ওই পটভূমিতে বর্ধিত হতে।

একটা আশ্রয়স্থল চাওয়ার নিষ্পাপ
উজ্জ্বল রশ্মিরেখা,
থাকবেনা কোন পশ্চাদপসরণ-
থাকবে শুধু কুন্ঠাহীন প্রতিশ্রুতি।
আঘাতে কাঁসরের ক্রন্দনে উষসী
অসংবৃত!

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *