Categories
কবিতা

প্রতারক : রাণু সরকার।।

বিহগ হয়ে শূণ্যে বিচরণ করে ক্লান্ত হবো তখন মগডালে গিয়ে বসবো,
বিশ্বাসঘাতক এবং ধড়িবাজ ও অনিষ্টকারী- এদের দৃষ্টির বাহিরে থাকতে চাই,

শূন্যে বিচরণ করে কিছুটা হলেও ক্ষত
উপশম হতে পারে-
সংকীর্ণতামুক্ত মানুষের সন্ধানে-
ডানা মেলে দেবো পারি
দেশ থেকে ভিনদেশে।

আঘাতের ফলে দেহের সৃষ্ট কালো দাগ
কে করবে ঘসে পরিষ্কার-
সংকীর্ণ মনের মানুষ দেখে দেখে ক্রমান্বয়ে মানসিক অসুস্থতায় নিমজ্জিত হয়ে যাচ্ছি।

আমি বিহগ হয়ে শূন্যে বিচরণ করতে চাই।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *