Categories
কবিতা

দেবপ্রতিমা ::::: রাণু সরকার।।।।

অন্তরের আনন্দ বাইরে প্রত্যক্ষগোচর করার মনোবৃত্তি প্রকাশ করার শক্তি দিয়েছো হে দেবপ্রতিমা।

বেনাবনে মুক্তো ছড়ালে-
তেল বিহীন জ্বালালে প্রদীপ
চতুর্দিকে ছড়িয়ে হীরা,
সরষে ফুল ক্ষেত্র পায়না-
তোমার কি হৃদয় পাষাণ-
দেখেও করো, না দেখার ভান-
পৌঢ়া রমণী পায় আতুরাশ্রম।

এ-কেমন পীড়নকর নিশা এলো পোতায়-
হয়তো হবে আর জন্মের ত্রুটিপূর্ণর ফল।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *