Categories
কবিতা

পড়ন্ত বেলা :::: রাণু সরকার।।।।

জীবনটা কাটছে কারাগৃহে, আগামীকালের কথা ভাবলেই প্রহত হয় মন-
পড়ন্ত বেলায় কে রেখে গেলো ডিঙাখানা ঘাটে,
দেখে হৃদযন্ত্রের কম্পনের হার আরো বেড়ে যায়।
দেখছিনা তো যান চালককে-
পাড়ে পারি খায়, ঢেউ কী যেন বলতে চাইছে।
হয়তো শেষ খেয়া কখন যেন গেছে চলে-
আহত শেয়াল সহচর খোঁজে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *