*আমাদের এই সুন্দর পৃথিবী সংসাররূপ অরণ্য, ভাই সিংহের মত হও, সিংহাসন নিয়ে চিন্তা করো না, যেখানে বসবে সেটাই সিংহাসন হয়ে যাবে ! ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয়। শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয়। যে পাওয়ার সঙ্গে না পাওয়া জড়িত হয়ে আছে! সেই পাওয়াতেই মানুষের মন বেশি আনন্দিত হয়। যেমন, চিনি এবং লবণ উভয়ই একই রঙের, তবে স্বাদ আলাদা, তেমনি, আমাদের সমাজে, একজন ব্যক্তিকে, তার আচরণকে চেনেন, অন্য, ব্যক্তির সাথে তুলনা করবেন না। ঈশ্বর প্রতিটি ব্যক্তিকে, তার আচার আচরণকে পৃথক পৃথকভাবে তৈয়ারি করেছেন। মানুষ ঈশ্বরের এক অনন্য সৃষ্টি, অপূর্ব সৃষ্টি। তাঁর এই সৃষ্টির আনন্দে তিনি বিভোর হয়ে আছেন, তাঁর সৃজনশীলতার মাঝখানে, সৃষ্টির মাঝখানে, খুব আনন্দের সাথে। তাই তো কবি বলেছেন:- “খেলিছ, এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে”।***
সকলের জন্য শুভ ও মঙ্গলময় আশির্বাদ প্রার্থনা করি।
ওঁ গুরু কৃপা হি কেবলম্ ….!
Categories