তুমি বললে
কবিতা সৃষ্টি করো।
মনের সব ভালো লাগা দিয়ে
একটু একটু করে সাজাও তাকে।
তার রূপে তোমার স্বপ্ন ফুটে উঠবে।
তোমার কাব্য তার চোখে মুখে শরীরে
লাবণ্যের স্পর্শ পেয়ে প্রাণবন্ত হবে।
তবে তোমাকে থামতে জানতে হবে।
তুমি যদি সাজাতেই থাকো, না থেমে
তোমার কবিতা কিন্তু পথ হারাবে।
পরিমিতি বোধ আগে আনো
তবে তো পরিপূর্ণ হয়ে তোমাকে
পূর্ণতা দেবে।
অনেক ভাবলাম দেখি তোমার কথাই ঠিক ।
আমি এতো এতো বর্ণনার মালা পরিয়েছি
তার সুন্দর গ্রীবা গেছে ঢেকে
তার বড়ো বড়ো কাজলকালো চোখ
সুর্মার আধিক্যে মোহময় দৃষ্টি টাই গেছে হারিয়ে ।
আমি একটু একটু করে অতিরিক্ত যা মনে হলো
তুলে নিলাম খুলে নিলাম ।
বেশি আভরনে যে আবরণ ছিল সরে গেল।
তাকিয়ে দেখি আমার কবিতা হাসছে
সেই হাসি আমি মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে থাকলাম ।
আমার স্বপ্ন ধরা দিয়েছে তার উচ্ছল হাসিতে।
আমি আবার তোমার কথা স্মরণ করলাম ।
আমি ঠিক জায়গায় থামতে পেরেছি।