যাকে ভালোবেসেছিলি তার হাত ধরে গেলি চলে
দুহিতা আমার-
চিরকাল সুখে থাক, এতো ছোট কালে নিলি বিদায়!
আমার ঘরের রত্ন ছিলি তুই,
এখন তুই অন্য ঘরের হোলি, তোর গুণের দ্বারা আশীর্বাদ যেন পাস।
ভেবেছিলাম দেখেশুনে দেবো তোকে তা আর হতে দিলি কই-
এক পরিবার থেকে অন্য পরিবারে মানিয়ে নেওয়া বড্ড কঠিন।
সুখে শান্তিতে থাকিস তনয়ের হাত ধরে,
যখন সময় পাবি- যত আছে দুঃখ জ্বালা ফেলে যাস্ আমাদের ঘরে।
ওখানে যে রাখতে নেই দুহিতা আমার মনে রাখিস।
ওটা এখন তোর শশুড়ের ঘর মনে যেন থাকে-
এলি যখন বিলম্ব না করে চলে যা দ্রুত-
আমি আর পারছি না সইতে তোর জ্বালা, বিলম্ব করলে দণ্ড দেবে তোকে।
কেনো রাখবো তোকে ধরে ওরা যে ডাকছে তোকে-
তোর কাছে রইল রাখা প্রাণাধিক ভালোবাসা। কাতরোক্তি এসে এসে যাস্ দিয়ে,
চোখের জল রাখার পাত্র রেখেছি হৃদয়ে গোপনে
যখন ইচ্ছে হবে নিজে হাতে খুলে রেখে যাস্ করবোনা বারন।
আমার থেকে কিছু হাসি,আনন্দ, সুখ,শান্তি নিয়ে যাস্ তোর শশুড় ঘরে।
সুখে থাক তাহাদের নিয়ে যা কিছু নিয়ে গেলি ভালো তাহাদের মধ্যে দিস বিলিয়ে।
Categories