Categories
কবিতা

অতীত :: রাণু সরকার।।

অতীতকে কত খুঁজি, পাইনা, কোথায় গেলো অতীতের সেই দিনগুলো?
ফাঁকা আকাশ কোথাও দেখছিনা তো,
নিশ্চল দাঁড়িয়ে অজস্র বড়ো বড়ো বাড়ি,
বিহগ-বিহগীর দল সারিবদ্ধ হয়ে উড়ে যেতে বাধা পায়।
আগে যেতে যেতে দিতো সেকি ডাক, হোতাম আত্মহারা।
কোথায় গেলো সেই পাখির ডাক, সেই দিনগুলো?
মদের বোতলে ঝর্ণাধারার পতনের শব্দ অপ্রকৃষ্ঠ লাগে,
ঝিঁঝিপোকার ডাক আর শোনা যায় না,
জলফড়িং আর প্রজাপতির শূন্যে বিচরণ
এখন আর চোখে পড়েনা।
শিশিরে ভেজা সবুজ উদ্ভিদের হাসি দেখে আনন্দে বিহ্বল হতো আমার চোখ-
আজ আর তেমনটা হয়না।
গ্রীষ্মের প্রখর তাপে গাছের ছায়া বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়তো- সাথে দূষণমুক্ত বাতাস-
কোনটাই পাই না।
আর্তনাদ করি ঠান্ডা ঘরে শুয়ে,
প্রদীপের আলোতে অনুভব করি অতীতের দিনগুলো।
সামনে আলোর রশ্মি, পিছে আঁধারের লুকোচুরি খেলা,
আনন্দের সাগরে যেতাম ভেসে।
এগিয়ে গিয়ে অতীতকে গিয়েছি ভুলে!

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *