Categories
নারী কথা প্রবন্ধ

প্রবাদপ্রতিম ভারতীয় বাঙালি গায়িকা বনশ্রী সেনগুপ্ত’র – প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি।।।

বনশ্রী সেনগুপ্ত ছিলেন একজন কিংবদন্তি ভারতীয় বাঙালি গায়িকা।  তিনি ১৯৮৬ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সঙ্গীত উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন।  তিনি বাংলা, হিন্দি, ভোজপুরি, ওড়িয়া এবং অসমীয়া ছবিতেও গান গেয়েছেন।
ব্যক্তিগত জীবন——–
বনশ্রী সেনগুপ্ত ১৯৪৬ সালের দিকে হুগলির চুঁচুড়ায় জন্মগ্রহণ করেন।  তাঁর পিতা শৈলেন্দ্রনাথ রায় ছিলেন একজন গুণী সঙ্গীতজ্ঞ (উচ্চাঙ্গ-সঙ্গীতশিল্পী)।  শান্তি সেনগুপ্তকে বিয়ে করে কলকাতায় চলে আসেন বনশ্রী সেনগুপ্ত।
সঙ্গীতজীবন———-
বনশ্রী সেনগুপ্ত তার প্রথম জীবনে তার পিতা, গুণী সঙ্গীতজ্ঞ শৈলেন্দ্রনাথ রায়ের অধীনে সঙ্গীত শিক্ষা শুরু করেন।

পরবর্তীতে, তিনি বিখ্যাত সঙ্গীতজ্ঞ সুধীন দাশগুপ্তের অধীনে ২০ বছর প্রশিক্ষণ নেন।  তিনি সুধীন দাশগুপ্ত, প্রবীর মজুমদার, নীতা সেন, সাগরউদ্দিন খান, সন্তোষ সেনগুপ্ত, দিনেন্দ্র চৌধুরী প্রমুখ সুরকারদের সাথে কাজ করেছেন। বনশ্রী সেনগুপ্ত ১৯৬৬ সালে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তার অসংখ্য গান এবং অ্যালবাম রয়েছে।  ষাট ও সত্তরের দশকে অনেক হিট গান উপহার দিয়েছেন তিনি।  এছাড়া তিনি বাংলা, হিন্দি, ভোজপুরি, ওড়িয়া ও অহমিয়া চলচ্চিত্রে কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন।

এরূপ চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো: ছুুুটি, নিমন্ত্রণ, বিন্দুর ছেলে, প্রান্তরেখা, রো ভরা বসন্ত, দুুুুলহন বোহি জো পিয়া মন ভায়ে, সানাই, এক যে ছিল দেশ, ন্যায় অন্যায়, আলোয় ফেরা, বিদ্রোহী, অঞ্জলি, ছন্দনীড়, পথ ও প্রাসাদ, নটী বিনোদিনী , বড় বউ  ইত্যাদি। তার গাওয়া উল্লেখযোগ্য ও বিখ্যাত গানের মধ্যে রয়েছে: “আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম”, ”আমার অঙ্গে জ্বলে রংমশাল”, “ছি ছি ছি এ কী কাণ্ড করেছি”, “দূর আকাশে তোমার সুর”, “আমার আঁধার ঘরের প্রদীপ”, “সুন্দর বনে সুন্দরী গাছ”, “খুশিয়া হি খুশিয়া” ইত্যাদি।এছাড়া, তিনি আকাশবাণী ও দূূরদর্শনেও সঙ্গীতশিল্পী হিসেবে কাজ করেন।

পুরস্কার——–

বনশ্রী সেনগুপ্ত তার সঙ্গীতকর্মের স্বীকৃতিস্বরূপ উত্তম কুমার পুরস্কার, মাদার তেরেসা পুরস্কার, মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার, বিএফজেএ পুরস্কার, প্রমথেশ বড়ুয়া পুরস্কার ইত্যাদি অর্জন করেন।

মৃত্যু ——-

বনশ্রী সেনগুপ্ত ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি একাত্তর বছর বয়সে প্রয়াত হন ।

।। তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *