Categories
নারী কথা প্রবন্ধ

বাংলা চলচ্চিত্রের নির্বাক ও সবাক দুই যুগেরই স্বনামধন্য ও জনপ্রিয় নায়িকা – নিভাননী দেবী, নৃত্য ও সঙ্গীতে সমান পারদর্শী ছিলেন।।।

নিভানানী দেবী বাংলা চলচ্চিত্রের নির্বাক ও সবাক- উভয় যুগেরই একজন সুপরিচিত এবং জনপ্রিয় নায়িকা।  মঞ্চে অভিনয় শুরু করে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।  তিনি নৃত্য ও সঙ্গীতে সমান পারদর্শী ছিলেন।
জন্ম ও প্রারম্ভিক জীবন—–
নিভানানী দেবীর জন্ম ২ মার্চ, ১৮৯৫-এ পিতা যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী ব্রজরাণী দেবীর ঘরে।  তিনি নয় বছর বয়সে তার মাকে এবং ১৫ বছর বয়সে তার বাবাকে হারান। এই পরিস্থিতিতে নিভানানিকে তার ছয় ভাইবোনের সাথে তার মামার বাড়িতে থাকতে হয়েছিল।  সেখানে তাদের লালন-পালন করেন বিখ্যাত অভিনেত্রী চুনিবালা, তাদের মায়ের বন্ধু, এবং তার হাত ধরে ৬ বছর বয়সে বাংলার মঞ্চে প্রবেশ করেন।

অর্ধেন্দুশেখর মুস্তাফি পরিচালিত “সমাজ” নাটকে ছোট ছেলে হিসেবে তার প্রথম অভিনয়।  নাচ-গানেও পারদর্শী ছিলেন।  অর্ধেন্দুশেখর মুস্তাফি, অভিনেত্রী তারাসুন্দরী এবং পরে নরেশ মিত্রের কাছ থেকে তাঁর অভিনয়ের প্রথম শিক্ষা নেওয়া হয়েছিল।
অভিনয় জীবন——
তিনি প্রথম ‘বলিদান’ নাটকে অভিনয় করে খ্যাতি পান।  ন্যাশনাল থিয়েটারে থাকাকালীন, তিনি যশোরের ধনী জমির মালিক এবং নাট্যপ্রেমী হেমেন্দ্রনাথ রায়চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।  বিয়ের পর তিনি মঞ্চ ছেড়ে চলে যান, কিন্তু পরে অপরেশচন্দ্র মজুমদার এবং প্রবোধ গুহের অনুরোধে তিনি স্টার থিয়েটারে ‘অযোধ্যার বেগম’ নাটকে প্রথমে গুজরি চরিত্রে এবং পরে তারাসুন্দরী অসুস্থ হয়ে পড়লে প্রধান রাণীর চরিত্রে অভিনয় করেন।  সে সময় বার্মা আর্ট থিয়েটারের সঙ্গে রেঙ্গুনেও অভিনয় করেন।  মিনার্ভা থিয়েটারে থাকাকালীন, আকাশবাণী ১৯৩০ খ্রিস্টাব্দে কলকাতা বেতার কেন্দ্রের সাথেও যুক্ত হন।
প্রায় পঞ্চাশ বৎসরের অভিনেত্রী জীবনে মঞ্চ ছাড়া চলচ্চিত্রে ৩৫০ টি ছায়াছবিতে অভিনয় করেছেন। শঙ্করাচার্য, বিষবৃক্ষ, নিষিদ্ধ ফল, প্রহ্লাদ প্রভৃতি নির্বাক ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন।
নিভাননী অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলি হল –
চিরকুমার সভা,  কপালকুণ্ডলা,  মীরাবাঈ,  পরপারে,  ইম্পস্টার,  প্রভাস মিলন,  জীবন মরণ,  বামনাবতার, বড়দিদি।
তার অভিনীত আরো ছায়াছবিগুলি হল –
‘প্রতিশোধ’, ‘শ্রীরাধা’,  ‘যখের ধন’, ‘অমরগীতি’, ‘শাপমুক্তি’, ‘ব্যবধান’, ‘কবি জয়দেব’, ‘জননী’,  ‘দেশের দাবি’ ‘রামপ্রসাদ’, স্বয়ংসিদ্ধা’  ‘সহধর্মিণী’, মানে না মানা’, ‘সাত নম্বর বাড়ি’, প্রভৃতি।
নিভাননী দেবী এক শৌখিন নাট্যদলের হয়ে ‘বিপ্রদাস’ নাটকে শেষ অভিনয় করেন এবং তার শেষ অভিনীত ছায়াছবি ছিল ১৯৭৩ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত “রাতের রজনীগন্ধা”। ওই ছবিতে তার সঙ্গে উত্তমকুমার, অপর্ণা সেন ,অজয় ব্যানার্জি, বঙ্কিম ঘোষ প্রমুখেরাও ছিলেন।
মৃত্যু—‐–
১৯৭৮ খ্রিস্টাব্দের ২২ শে ডিসেম্বর তিনি পরলোক গমন করেন।

।। তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *