Categories
প্রবন্ধ

প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী সাগর সেনের জন্ম দিবসে শ্রদ্ধাঞ্জলি।।।।

সাগর সেন প্রখ্যাত বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী।সাগর সেন ১৫ মে ১৯৩২ সালে বর্তমান ফরিদপুর, ব্রিটিশ ভারতের একটি রাজ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিজনবিহারী সেন এবং নয়নমঞ্জরী সেনের কনিষ্ঠ পুত্র।তার শৈশব কেটেছে বর্তমান বাংলাদেশে। যাইহোক, দেশভাগের পর পরিবারটি কলকাতার বরানগরে চলে আসে।

তাঁর প্রথাগত সঙ্গীত শিক্ষা হয় কলকাতায়। কলকাতার পিলগ্রিম ইনস্টিটিউশনে তাঁর স্কুলের পড়াশোনা। তারপর কলেজের পাঠ সুরেন্দ্রনাথ কলেজে। তাঁর প্রধান জীবিকা ছিল সঙ্গীত। এছাড়া তিনি কলকাতা কর্পোরেশনের প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক হিসেবে আজীবন যুক্ত ছিলেন।
বাংলা চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীতের কণ্ঠশিল্পী ছিলেন তিনি। যেমন – যে যেখানে দাঁড়িয়ে, পরিচয়, আবির্ভাব,
মন্ত্রমুগ্ধ, পরিচয়’ চলচ্চিত্রে ‘আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে’ গানটির জন্য ১৯৭৯ সালের নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার বা বিএফজিএ লাভ করেন।
তবে আধুনিক বাংলা গান অল্প কয়েকটি গেয়েছেন। উল্লেখযোগ্য গানগুলি হল-
এই জীবন এমনি করে আর সয় না, তৃষিত নয়নে এসো, কি হলো চাঁদ কেন মেঘে ঢেকে গেলো।
সাগর সেনের প্রকৃতিদত্ত বলিষ্ঠ-উদার-ভাবময় কণ্ঠ-এ গীত অবিস্মরণীয় রবীন্দ্রসঙ্গীতের কয়েকটি হল –
তোমরা যা বলো তাই বলো, জীবনে আমার যত আনন্দ, ওই ঝঞ্ঝার ঝংকারে ঝংকারে, আমার নয়ন তব নয়নের, সখী বহে গেলো বেলা, আপনাকে এই জানা আমার ফুরাবে না, কেন আমায় পাগল করে যাস, ওই মালতীলতা দোলে, আমি জেনে শুনে বিষ করেছি পান, আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে।
পারিবারিক জীবন-
সাগর সেন ১৯৬২ খ্রিস্টাব্দে সুমিত্রা সেনকে বিয়ে করেন। তাদের তিন ছেলে। তারা হলেন প্রিয়ম সেন, প্রীতম সেন এবং প্রমিত সেন। প্রমিত সেন একজন সঙ্গীত শিল্পী।
১৯৬৩ খ্রিস্টাব্দে তিনি কলকাতায় স্থাপন করেন নিজস্ব সঙ্গীত বিদ্যালয় – “রবিরশ্মি”।
তার অভিভাবকত্বে ‘রবিরশ্মি’ র ছাত্র ছাত্রীরা বিভিন্ন সময়ে রবীন্দ্র সদনে, শিশির মঞ্চে, কলামন্দিরে ‘শ্রাবণসন্ধ্যা’, ‘শাপমোচন’, ‘ঋতুরঙ্গ’, ‘স্বদেশী নায়ে বিদেশী খেয়া’,’বিশ্বজন মোহিছে’ নামীয় সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেন। এই অনুষ্ঠানগুলিতে তিনি নিজে এমনকি খ্যাতনামা সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, চিন্ময় চট্টোপাধ্যায়,সুচিত্রা মিত্র, বাণী ঠাকুর প্রমুখেরা অংশ নিতেন।
১৯৮১ সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হন। তবে জীবনের শেষ দেড় বছর তিনি সমানভাবে সঙ্গীত পরিবেশন করেন। অবশেষে, তিনি ৫০ বছর বয়সে ৪ জানুয়ারী, ১৯৮৩ সালে প্রয়াত হন।
।। তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *