Categories
বিবিধ

সিটি ক্লাবের ১৪ তম বর্ষের জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করলেন পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জি।

বহরমপুর, নিজস্ব সংবাদদাতাঃ-মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের সিটি ক্লাবের জগদ্ধাত্রী পুজো এবার ১৪ তম বর্ষ। ষষ্ঠীর রাতে সি টি ক্লাবের জগদ্ধাত্রী পূজার উদ্বোধন করলেন বহরমপুর পৌরসভার পৌর পিতা নাড়ুগোপাল মুখার্জি। উপস্থিত ছিলেন সহ পৌরপিতা স্বরূপ সাহা, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধনের পর নাড়ুগোপাল মুখার্জি বলেন সিটি ক্লাব জগদ্ধাত্রী পূজার মানচিত্রে বহরমপুর কে স্থান করে দিয়েছে। উপস্থিত সকলকে তিনি জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা জানান। বহরমপুর থেকে স্টাফ রিপোর্টার dntv bangla।

Share This
Categories
বিবিধ

জেলা প্রশাসনে বদল, বালা সুব্রামানিয়ান টি এখন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক হিসেবে বৃহস্পতিবার দায়িত্ব নিলেন বালা সুব্রামানিয়ান টি। তিনি বিজিন কৃষ্ণর স্থলাভিষিক্ত হলেন। বিজিন কৃষ্ণ পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক হিসেবে যোগ দেন। অপরদিকে বালা সুব্রামানিয়ান টি কালিংপং জেলা থেকে দক্ষিণ দিনাজপুরে এলেন। দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী জেলাশাসককে সংবর্ধনা দেওয়া হয়। অপরদিকে নতুন জেলা শাসক কে অভ্যর্থনা জানানো হয়।

Share This
Categories
বিবিধ

স্বচ্ছ নির্বাচন চাই, আতঙ্ক নয় — জেলা শাসককে স্মারকলিপি বামফ্রন্টের।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – এসআইআর এর নামে ভয়, ভীতি ও আতঙ্ক ছড়ানো হচ্ছে। এমনই অভিযোগ তুলে স্বচ্ছতার সঙ্গে নির্ভুল ভোটার তালিকার দাবিতে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল দক্ষিণ দিনাজপুর জেলা বামফ্রন্ট। বৃহস্পতিবার বামফ্রন্টের শরিকি দল সিপিআইএম, আরএসপি, সিপিআই ও ফরওয়ার্ড ব্লকের যৌথ উদ্যোগে জেলা শাসকের দপ্তরের সামনে রাস্তার উপর মঞ্চ বেঁধে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছিল। তার আগে নারায়নপুর এলাকার শ্রমিক কৃষক ভবনে শতাধিক নেতাকর্মীরা জমায়েত হয়েছিলেন। পরে শহরজুড়ে দলীয় পতাকা হাতে মিছিল করে এসে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন তারা। তারপরে বামফ্রন্টের প্রতিনিধি দল গিয়ে জেলা শাসকের দপ্তরে তাদের নির্দিষ্ট দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন। যেখানে তারা মৃত ভোটারের নাম ও একাধিক স্থানে একই ব্যক্তির নাম থাকলে তা বাদ দিতে হবে, কোনও প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া চলবে না এবং ইসিআই, সিইও ও ডিইও এর মতো সাংবিধানিক সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা চলবে না বলে সাফ জানিয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন সিপিএমের জেলা সম্পাদক নন্দলাল হাজরা, আরএসপির জেলা নেত্রী সুচেতা বিশ্বাস সহ একাধিক নেতৃত্ব।

Share This
Categories
বিবিধ

অল্পবয়সে মাতৃত্বের ছায়া, সতর্ক হচ্ছে দক্ষিণ দিনাজপুর প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :- বাল্যবিবাহ রোধ করতে একাধিক উদ্যোগ ও পরিকল্পনার পরেও অপরিণত বয়সে গর্ভধারণ বেড়েই চলেছে। গর্ভধারণ নিয়ে সম্প্রতি উঠে আসা সমীক্ষায় উদ্বেগ দেখা দিয়েছে জেলার সরকারি মহলে। অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ রুখতে এবার তৎপর দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর ও প্রশাসন। এনিয়ে স্বাস্থ্যকর্মী, এনজিও সহ অনান্য প্রতিটি বিভাগকে আরও বেশি সজাগ হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুর হচ্ছে ট্যাবলো ও মাইক ফুঁকে প্রচার। সমাজের প্রতিটি স্তরের মানুষকে এব্যাপারে এগিয়ে আনার প্রয়াস চলছে।
জানা গিয়েছে, এজেলার আটটি ব্লকের মধ্যে গঙ্গারামপুর, তপন, কুমারগঞ্জ এবং হরিরামপুরে ব্লকে পরেনো ও তার আশপাশ বয়সের গর্ভধারণ করা মেয়েদের সংখ্যা ২০ শতাংস। কুশমন্ডি ও বংশীহারী ব্লকে এই সংখ্যা ১৬ শতাংশ। তবে বালুরঘাট এবং হিলিতে এই সংখ্যা কিছুটা কম। ২০ শতাংশে পৌঁছানো চারটি ব্লকে অপ্রাপ্ত বয়সীদের এই গর্ভধারণ নিয়ে উদ্বিগ্ন দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর। সম্প্রতি ওঠে আসা তথ্যর পরেই সক্রিয়তার সঙ্গে ময়দানে নেমেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। এনিয়ে আরো বেশি বেশি করে প্রচার শুরু হয়েছে জেলা জুড়ে।
ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি সূত্রে খবর, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত মোট এজেলায় ১৪১ টি বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয়েছে। কিন্ত তার বাইরে বহু বাল্যবিবাহ হয়েছে বলে বেসরকারি মতে খবর। স্বভাবিকভাবেই জেলায় অপরিণত বয়সী মাতৃত্বের হারও আশঙ্কাজনকভাবে বেশি হয়েছে। রাজ্যের অনান্য জেলাগুলির নিরিখে দক্ষিণ দিনাজপুর উপরের সারিতে।

Share This
Categories
বিবিধ

টাউন ক্লাব ময়দানে ফুটবলের জোয়ার, শুরু হল ১২৫ বর্ষ উদযাপনের মিলেনিয়াম কাপ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :-
বালুরঘাট টাউন ক্লাবের একশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে ক্লাবের নিজস্ব ময়দানে আজ ২৯শে অক্টোবর বুধবার থেকে শুরু হলো “মিলেনিয়াম কাপ চ্যাম্পিয়ন ট্রফি” এবং “স্বর্গীয় গজানন্দ জাজোদিয়া মেমোরিয়াল রানার্স-আপ ট্রফি” নক আউট দিবা-রাত্রি ফুটবল প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করছে। আজকের উদ্বোধনী খেলায় পতিরামের “ভোরের আলো” ও রায়গঞ্জ স্পোর্টস ক্লাব পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে। আজকের দ্বিতীয় খেলায় বালুরঘাট টাউন ক্লাব ও পতিরাম হাই স্কুল–নাইনটি টু ব্যাচ পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে। আজকের উদ্বোধনী খেলায় টাউন ক্লাবের সদস্যদের পাশাপাশি বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, পৌরসভার এম সি আই সি বিপুল কান্তি ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আগামী ২রা নভেম্বর রবিবার অবধি এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Share This
Categories
বিবিধ

শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ গড়ে তুলতে জোগাড়ডাঙ্গা বিদ্যাসাগর শিশু নিকেতন ও স্থানীয় সমাজ সেবকের উদ্যোগে বই বিতরণ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ​শিক্ষার আনন্দকে ছড়িয়ে দিতে এবং আগামী প্রজন্মকে জ্ঞানের পথে উৎসাহিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করল পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার জোগারডাঙ্গা বিদ্যাসাগর শিশু নিকেতন। এটি ছিল এক সামাজিক দায়বদ্ধতার প্রকাশ, যা গড়বেতা ব্লক-এর গোয়ালতোড় সংলগ্ন জনপদগুলিতে বই ও পঠন সামগ্রী বিতরণের মাধ্যমে নতুন প্রাণের সঞ্চার করেছে।
​এই মহৎ কর্মকাণ্ডের প্রধান উদ্যোক্তা ও কাণ্ডারী ছিলেন পরিবেশ ও পশু পাখি প্রেমী এবং ‘হুমগড় ইয়ুথ কমিউনিটি স্বেচ্ছাসেবক সংগঠন’-এর প্রতিষ্ঠাতা সৌরভ দাস এবং তুহিন লোহার । জানা গিয়েছে তাঁদের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায়, ৯ নম্বর পিয়াশালা গ্রাম পঞ্চায়েতের হুমগড় এবং ৮ নম্বর সারোবত আরাবারি মূল্যপাড়া ,ভালক্ষুনিয়া আদিবাসী পাড়া ও আমকোপা আদিবাসী পাড়ায় প্রায় ১৬০টি নতুন বই এবং পড়ার অন্যান্য সামগ্রী শিশুদের হাতে তুলে দেওয়া হয়। এই উদ্যোগ তরুণ মনে পড়াশোনার প্রতি এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
​অনুষ্ঠানটিকে আরও অর্থবহ করে তুলতে উপস্থিত ছিলেন সমাজের বরেণ্য ব্যক্তিত্বরা। বিশিষ্ট সমাজসেবী সমাজ টুডু এবং কালাবতী প্রাইমারি স্কুলের শিক্ষক সম্মানীয় স্বপনমূল্য তাঁদের মূল্যবান সময় দিয়ে শিশুদের ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা জোগান। এছাড়াও, ইন্ডিয়ান ওয়ার্কার স্বেচ্ছাসেবক সংগঠনের পক্ষ থেকে তুহিন লোহার এই কর্মে সক্রিয় অংশগ্রহণ করেন।
​বই বিতরণ শেষে উদ্যোক্তারা জানান, এই সঙ্কল্প হলো শিক্ষা প্রসারের ক্ষেত্রে একটি প্রথম ধাপ। সৌরভ দাস ও তুহিন লোহার ও রতন মুর্মু দৃঢ়তার সঙ্গে জানান, তাঁরা চান এই অঞ্চলের প্রতিটি শিশু যেন শিক্ষার আলোয় আলোকিত হতে পারে। তাঁরা ঘোষণা করেন যে, অদূর ভবিষ্যতে আরও বৃহত্তর উদ্যোগে শিক্ষা সামগ্রী ও বই বিতরণ করা হবে, যাতে পঠন-পাঠনের ধারাবাহিকতা বজায় থাকে এবং উৎসাহের এই ধারা অটুট থাকে।
​সামাজিক কল্যাণ ও শিক্ষা বিস্তারে এই ধরনের আন্তরিক প্রচেষ্টা নিঃসন্দেহে অনুকরণীয়। এই উদ্যোগ স্থানীয় জনসমাজকে মুগ্ধ করেছে এবং সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব নতুন করে প্রতিষ্ঠিত করেছে।

Share This
Categories
বিবিধ

স্বচ্ছ নির্বাচন চাই, আতঙ্ক নয় — জেলা শাসককে স্মারকলিপি বামফ্রন্টের।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – এসআইআর এর নামে ভয়, ভীতি ও আতঙ্ক ছড়ানো হচ্ছে। এমনই অভিযোগ তুলে স্বচ্ছতার সঙ্গে নির্ভুল ভোটার তালিকার দাবিতে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল দক্ষিণ দিনাজপুর জেলা বামফ্রন্ট। বৃহস্পতিবার বামফ্রন্টের শরিকি দল সিপিআইএম, আরএসপি, সিপিআই ও ফরওয়ার্ড ব্লকের যৌথ উদ্যোগে জেলা শাসকের দপ্তরের সামনে রাস্তার উপর মঞ্চ বেঁধে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছিল। তার আগে নারায়নপুর এলাকার শ্রমিক কৃষক ভবনে শতাধিক নেতাকর্মীরা জমায়েত হয়েছিলেন। পরে শহরজুড়ে দলীয় পতাকা হাতে মিছিল করে এসে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন তারা। তারপরে বামফ্রন্টের প্রতিনিধি দল গিয়ে জেলা শাসকের দপ্তরে তাদের নির্দিষ্ট দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন। যেখানে তারা মৃত ভোটারের নাম ও একাধিক স্থানে একই ব্যক্তির নাম থাকলে তা বাদ দিতে হবে, কোনও প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া চলবে না এবং ইসিআই, সিইও ও ডিইও এর মতো সাংবিধানিক সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা চলবে না বলে সাফ জানিয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন সিপিএমের জেলা সম্পাদক নন্দলাল হাজরা, আরএসপির জেলা নেত্রী সুচেতা বিশ্বাস সহ একাধিক নেতৃত্ব।

Share This
Categories
বিবিধ

খিদিরপুরের চাপ ভাগ করে নেবে চকভবানীর নতুন বৈদ্যুতিক চুল্লি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ​দীর্ঘদিন ধরে খিদিরপুর শ্মশানের ওপর চাপ কমাতে বালুরঘাট পুরসভা এবার শহরের চকভবানী মহাশ্মশানে অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি তৈরির উদ্যোগ নিল। বৃহস্পতিবার দুপুরে পৌরপিতা অশোক মিত্র, সুভাষ ভাওয়াল, সুভাষ চাকীসহ বিশিষ্টদের উপস্থিতিতে এর শিলান্যাস হলো। প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে এই চুল্লি তৈরি হবে।
​পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে এটি দ্রুত চালু করা হবে। এর ফলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মরদেহ সৎকারের চাপ খিদিরপুর শ্মশানের ওপর থেকে অনেকটাই কমবে। শহরবাসীর আশা, চকভবানীর এই নতুন চুল্লি চালু হলে শেষকৃত্য প্রক্রিয়া যেমন দ্রুত ও পরিচ্ছন্ন হবে, তেমনই খিদিরপুর শ্মশানও স্বস্তি পাবে।

Share This
Categories
বিবিধ

মালদার রশিলাদহে ছিনতাইয়ের পরিকল্পনা নস্যাৎ, চার অভিযুক্ত আদালতে পেশ।

।মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- ভোররাতে জাতীয় সড়কের বাইপাসে বড় ছিনতাইয়ের ছক ভেস্তে দিল মালদা থানার পুলিশ। ছিনতাইয়ের পরিকল্পনা করতে জড়ো হওয়া চার সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে।

ধৃতরা হল বিজয় কর্মকার, সুজিত কর্মকার, রণি দাস ও জিৎ ঘোষ — সকলেই পুরাতন মালদার সাহাপুর বাগানপাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে রশিলাদহ বাগানপাড়া সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাসে তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল।

বিশেষ সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চারজনকেই পাকড়াও করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ধারালো অস্ত্র, লোহার রড, নাইলনের দড়ি এবং টর্চলাইট।

তদন্তে জানা গেছে, তারা বাইপাসে কোনো গাড়ি বা পণ্যবাহী লরিকে টার্গেট করেছিল। কিন্তু পরিকল্পনা কার্যকর হওয়ার আগেই পুলিশের তৎপরতায় ধরা পড়ে যায়।
বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।

Share This
Categories
বিবিধ

রাস্তাঘাট-জল সমস্যা শুনলেন বিধায়ক, বড়মুড়ায় সফলভাবে সম্পন্ন “আমাদের পাড়া, আমাদের সমাধান”।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের তিন নম্বর বড়মুড়া অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের আয়োজন করা হয় বৃহস্পতিবার, এই দিন পরিদর্শনে যান গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা,এছাড়াও এই ক্যাম্পে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ স্থানীয় বিশিষ্ট সমাজসেবী অসীম সিংহ রায়, মিঠু পতিহার, হাবিবুল শেখ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে চলছে এই কর্মসূচি, এই কর্মসূচির মধ্য দিয়ে এলাকার বিভিন্ন সমস্যা যেমন রাস্তাঘাটের সমস্যা, পানীয় জলের সমস্যা সহ বিভিন্ন সমস্যার কথা জানাতে পারবে সাধারণ মানুষ, আর সেই সমস্যার সমাধান করবে গ্রাম পঞ্চায়েত।

Share This