Categories
বিবিধ

একশো পঞ্চাশ বছরের পথ পেরিয়ে রিস্তারা গ্রামে অটুট সরকার পরিবারের দুর্গোৎসব।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের রিস্তারা এলাকা। সেখানে সরকার পরিবারের ঠাকুরবাড়ি এ বছর অতিক্রম করল এক ঐতিহাসিক মাইলফলক—দেড়শ বছরেরও বেশি সময়ের পূজা পরম্পরা। ১২৮২ বঙ্গাব্দে পরিবারের জোতদার রূপকান্ত সরকার এলাকার মঙ্গল ও পরিবারের কল্যাণ কামনায় শুরু করেছিলেন এই দুর্গোৎসব। সেই সূত্রেই আজও অবিচলিত থেকে গিয়েছে পূজা, বংশ পরম্পরায়।

পরিবারের সদস্য ব্রতময় সরকার জানালেন, এই পুজোর পুরোহিত ও ঢাকিদের ধারাও বংশানুক্রমে চলে আসছে। অন্য পুজোগুলির তুলনায় আলাদা স্বাদ রয়েছে এই আয়োজনের। বৈষ্ণব মতে নিরামিষ ভোগেই দেবীকে আহ্বান জানানো হয় এখানে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পরিবারের সকল সদস্যরাই নিরামিষ ভক্ষণ করেন। শুধু তাই নয়, পাঁচদিন ধরে মঙ্গলচণ্ডীর গান আর বিজয়া দশমীতে ঐতিহ্যবাহী চামুণ্ডা নাচ এই পুজোর অন্যতম আকর্ষণ।

ব্রতময় সরকারের কথায়, একসময় এই পূজোকে ঘিরে গোটা এলাকায় বসত জমজমাট মেলা। আশপাশের গ্রাম থেকে ভিড় জমত হাজারে হাজারে। সময়ের স্রোতে সেই মেলার উজ্জ্বল দিন আজ ইতিহাসে মিলিয়ে গেলেও, পরিবারের মানুষ ও গ্রামবাসীর সক্রিয় অংশগ্রহণে পূজো আজও আগের মতোই অটুট।

একশো পঞ্চাশ বছরেরও বেশি পথ পেরিয়ে এই পূজা আজ আর শুধু একটি পরিবারের নয়, গোটা এলাকার ঐতিহ্য। ইতিহাসের সেই সোনালি অধ্যায়কে বুকে নিয়ে এখনও রঙিন হয়ে ওঠে রিস্তারা গ্রাম, দুর্গোৎসবের আবহে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *