Categories
বিবিধ

কোরআন-হাদিসের আলোয় সমাজসেবা: সারাংপুরে দুঃস্থদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন।

মু্র্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতাঃ- মানুষের সেবাই নিয়োজিত ইসলামিক হাদীস কালচারাল সেন্টার। বর্তমান যুগে মানুষ যখন কোরআন ও হাদিস থেকে অনেক দূরে সরে যাচ্ছে এবং ইন্টারনেট মোবাইলে আসক্ত হয়ে পড়ছে তখন ইসলামিক হাদিস কালচারাল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি হয়। ডোমকল ব্লকের সারাংপুর গ্রামে। সাধারণ দুঃস্থ অসহায় মানুষের চিকিৎসা পরিষেবার দেবার উদ্দেশ্যেই আজ একটি ফ্রী চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থা করেন ইসলামিক হাদিস কালচারাল সেন্টার। বহুদূর দুর্দান্ত থেকে এই ক্যাম্পে উপস্থিত হয় রোগীরা। মেদিনীপুর থেকে আসা ডাক্তার শাকিল মুস্তাক মল্লিক চিকিৎসা করেন ৮ থেকে ৮০ সকলকে। আজকের ফ্রি ক্যাম্পে রোগীরা চিকিৎসা করতে এসে খুবই আনন্দিত। সারাংপুর থেকে জায়রুল মন্ডল এর রিপোর্ট ডোমকল এমকে টিভি

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *