বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – ঐতিহ্য, ভক্তি আর আড়ম্বরের মেলবন্ধনে এবার ৩৫ বছরে পা দিল জোয়ারদার পরিবারের দুর্গাপুজো। ১৯৯৫ সালে শুরু হলেও, কথিত আছে দেশভাগের আগে ওপার বাংলায় এই পুজোর সূচনা হয়েছিল। দেশভাগের পর থেকে এপারে চলে আসে সেই পুজো, আর নিয়মনীতি মেনেই আজও চলে আসছে পূজার আয়োজন। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, বেলুড় মঠের আদর্শে এই পুজো অনুষ্ঠিত হয়। জন্মাষ্টমীর দিন কাঠামো পুজোর বিশেষ আচার মেনে ‘শক্তি দণ্ডে’ ভর দিয়ে শুরু হয় আয়োজন। দুর্গাপুজোর মূল দিনে একত্রিত হন প্রায় ৩০ জন পরিবার সদস্য, আর তাঁদের সঙ্গে মিশে যায় গোটা এলাকার মানুষও। শুধু পূজার্চনা নয়, সাংস্কৃতিক আবহও জমে ওঠে এই বাড়ির দুর্গোৎসবে। গান, নাচ, আবৃত্তি—সব মিলিয়ে উৎসবের আবহে ভরে ওঠে এলাকা। প্রতিবছরই যেমন, এবারের পুজোও এলাকার মানুষের কাছে হয়ে উঠেছে মিলনমেলার আসর। প্রসঙ্গত, ভক্তি ও ঐতিহ্যের পাশাপাশি আয়োজনের জাঁকজমকতা এলাকাবাসীকে মুগ্ধ করেছে। তাঁদের এক কথায় প্রতিক্রিয়া— “জোয়ারদার বাড়ির দুর্গাপুজো মানেই ভক্তি, ঐতিহ্য আর আনন্দের এক অনন্য উৎসব।”
Categories
গান, নাচ আর মিলনমেলায় জমে উঠল বালুরঘাটের জোয়ারদার পরিবারের দুর্গাপুজো।।
