Categories
বিবিধ

নয় মাইল বাজারে মোটরবাইক চুরি, পুলিশে অভিযোগ দায়ের করলেন ব্যবসায়ী প্রাণ গোবিন্দ মন্ডলl

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতাঃ- মন্দিরের প্যান্ডেলের পাশে মোটরবাইক রেখে ঠাকুর দর্শনে গিয়ে মোটর বাইক চুরি গেল ফালাকাটা ব্লকের নয় মাইলের ব্যবসায়ী প্রাণ গোবিন্দ মন্ডলের। জানা যায় নয় মাইলের ব্যবসায়ী প্রাণ গোবিন্দ মন্ডল সপ্তমী পূজোর রাত দশটা নাগাদ দোকান বন্ধ করে নয় মাইল বাস স্ট্যান্ড দুর্গাপূজার প্যান্ডেলের পাশে একটি গ্লামার মোটর বাইকটি রেখে প্রথমে বাসস্ট্যান্ড মন্দির এবং হাট খোলা মন্দিরে প্রতিমা দর্শনে যান।। ঠাকুর দর্শন করে ফিরে এসে তিনি দেখতে পান তার মোটরসাইকেলটি নেই। তৎক্ষণায় সকল বন্ধু-বান্ধবদের নিয়ে বিভিন্ন জায়গায় মোটরসাইকেলটি খোঁজাখুঁজি করেন। কিন্তু কোন হদিস পাওয়া যায় না। তারপরেই পাশেই একটি দোকানে থাকা সিসিটিভি ফুটেজ বের করে দেখা যায় দুজন স্কুটি করে আসে দুজনের মধ্যে একজন কিছুক্ষণ বাইকটির পাশে দাঁড়িয়ে থাকার পর বাইক স্টার্ট দিয়ে বেপাত্তা হয়ে যায়। সকাল বেলা থেকে আবারো বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন প্রাণ গোবিন্দ মন্ডল। কিন্তু বাইকের কোন হদিস না পেয়ে রীতিমতো হতাশ হয়ে পড়েন তিনি।এরপরেই ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে ফালাকাটা থানার আইসি র সঙ্গে যোগাযোগ করা হলে আইসি অভিষেক ভট্টাচার্য জানান মোটর বাইক চুরির একটি এফ আই আর দায়ের হয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তদন্ত শুরু করেছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *