মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —- এক নাবালিকা স্কুল ছাত্রী নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গিয়েছে নিখোঁজ নাবালিকা স্কুল ছাত্রীর নাম পল্লবী সাহা,বয়স প্রায় ১৭ বছর। গায়ের রং শ্যামলা, উচ্চতা পাঁচ ফিট ২ ইঞ্চি ।বাড়ি গাজোল ব্লকের আলাল অঞ্চলের ময়না এলাকায় । ময়না হাইস্কুলের একাদশ শ্রেণির নাবালিকা ছাত্রী। নিখোঁজ নাবালিকার পরিবার জানিয়েছেন 29 শে সেপ্টেম্বর পারিবারিক কিছু সমস্যা নিয়ে বিবাদ হয়।তার পর ওই স্কুল ছাত্রীর সঙ্গে পরিবারের লোকজন খাওয়া-দাওয়া করে রাত্রিতে ঘুমিয়ে পড়ে। পরের দিন ৩০ শে সেপ্টেম্বর তারিখ অর্থাৎ মঙ্গলবার সকালে দেখে ঘরের বিছানাই ওই স্কুল ছাত্রী নেই। এরপর পরিবারের লোকজন গ্রামে খোঁজাখুঁজি করে।এরপর আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করেও কোন সন্ধান মেলেনি। এরপর নিখোঁজ নাবালিকা স্কুল ছাত্রীর বিষয়ে গাজোল থানায় দ্বারস্থ হয়। গাজোল থানার পুলিশ আশ্বাস দেয়। এদিন বুধবার বেলা দুটো নাগাদ সাংবাদিকদের মুখোমুখি নিখোঁজ নাবালিকা স্কুল ছাত্রীর পরিবার জানিয়েছেন আমার মেয়ে নিখোঁজ হয় আমরা সকলে বাড়িতে গভির চিন্তিত রয়েছি। আমরা অপেক্ষায় রয়েছি আমার নাবালিকা মেয়ে কখন আমি ফিরে পাবো।এই ঘটনার পর থেকে চিন্তায় ভেঙে পড়েছে পরিবারবর্গ।
Categories
পরিবারিক বিবাদের পর নিখোঁজ স্কুল ছাত্রী, মালদায় আতঙ্ক ছড়াচ্ছে।
