Categories
বিবিধ

ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে নবশ্রী সংঘের প্ল্যাটিনাম জয়ন্তী পুজোর উদ্বোধন করলেন পৌরাধ্যক্ষ।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ২৮শে সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠীর দিন রাতে বালুরঘাটের কুন্ডু কলোনির নবশ্রী সংঘের ৭৫তম বর্ষ প্ল্যাটিনাম জয়ন্তীর দুর্গাপুজোর শুভ উদ্বোধন হলো। বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র মণ্ডপে ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলন করে পুজোর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী সুভাষ চাকী, বিশিষ্ট সমাজসেবী বঙ্গরত্ন তাপস কুমার চক্রবর্তী, স্থানীয় ২১ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মুনমুন কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *