বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :-অষ্টমীতে অভিযাত্রী তে, সুকান্তর সাথে…
এদিন মহাষ্টমীতে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বালুরঘাটের অভিযাত্রী ক্লাবে অষ্টমীর আড্ডায় সামিল হন। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী থেকে সাধারণ দর্শনার্থীদের সাথে কথা বলেন সুকান্ত মজুমদার। আড্ডার পাশাপাশি, ক্লাবের প্রতিমা দর্শন করে নিজে প্রসাদ গ্রহণ এবং সাধারণের মধ্যে প্রসাদ বিতরণ করেন। এদিন সুকান্ত মজুমদার পুজোর মেজাজে বর্তমান প্রজন্মের সাথে খোলামেলা গল্প, আলোচনা করেন।
Categories
বালুরঘাটে অষ্টমীর আনন্দে মাতলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, দর্শনার্থীদের সঙ্গে সময় কাটালেন অভিযাত্রী ক্লাবে।
