দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এর ত্রিধারা ক্লাবের শুভলগ্নে ক্লাবের পক্ষথেকে বস্ত্রবিতরন করলেন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি জানান,, বালুরঘাট এই তি ধারা ক্ল্যাব,বরাবরই মানুষের পাশে দাঁড়ায়।একসময় বাবার হাত হাত ধরে এই ক্লাবের প্রতি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসতেন।আজ শুভ লগ্নে এই ক্লাবের হয়ে গরিব মানুষের হাতে বস্ত্র তুলে দিতে পেরে নিজেকে আপ্লুত মনে হচ্ছে।
Categories
মানবিক উদ্যোগে আনন্দিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বালুরঘাটে বস্ত্র বিতরণ।
