নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—আজ বিজয়া দশমী।
সিঁদুর রাঙিয়ে উমাকে বিদায় জানানোর পালা।আনন্দের মাঝেও বিষাদের সুর। এই মুহূর্তে চলছে দশমীর শেষ লগ্নের পুজো। সাথে সিঁদুর খেলা ও ঢাকের তালে নাচ। আজ উমা বাবার বাড়ি ছেড়ে কৈলাসে ফিরবেন। সকলের মন ভারাক্রান্ত। পুরাতন মালদহের কালুয়াদীঘি পল্লীশ্রী পুজো মন্ডপে চলছে এই মুহূর্তে মাকে বিদায় জানানোর পালা।প্রকৃতিও সেজে উঠেছিল শরৎরানীর রূপে।
ছেলেপুলে নিয়ে কটাদিনের জন্য বাপের বাড়ি আসা।
অবশেষে কটাদিনের মায়া কাটিয়ে কৈলাসে ফিরে যাওয়ার পালা। বিজয়ার পুজো সমাপন হলে মহিলারা একে অপরকে সিঁদুরে রাঙিয়ে বিদায়ের বিষাদ ভুলে ঘরের মেয়ে উমাকে ভালোবাসা জানান।
Categories
আনন্দ-বিষাদের মিশেলে মালদায় বিজয়া দশমীর বিদায় অনুষ্ঠান।
