মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – গোপন সূত্রে খবর পেয়ে আটক করলো ব্রাউন সুগার সহ দুই যুবকে গাজোল থানার পুলিশ। এরপর ধৃত তাদের চার চাকা ছোট গাড়ির মধ্য থেকে তল্লাশি করে উদ্ধার হয় প্রয় ৮০ গ্রাম ব্রাউন সুগার। এরপর ওই দুই যুবককে গাজোল থানার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় গাজোল থানায়। জানা গিয়েছে ব্রাউন সুগার সহ ধৃত ওই দুই যুবকের নাম প্রীতম দাস,বয়স ২৭ বছর,বাড়ি গঙ্গারামপুর, ও সুব্রত হালদার,বয়স ২৮ বছর। বাড়ি গঙ্গারামপুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই দুই যুবকরা সাদা রঙ্গের একটি ছোট চার চাকা গাড়ি মালদার দিক থেকে গাজোল গামি আসার পথে গাজোলের রাঙ্গা ভিটা ১২ নং জাতীয় সড়ক এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে আটক করে গাজোল থানার পুলিশ।
Categories
গাজোলে গোপন সূত্রে ধৃত দুই যুবক, ৮০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার।