মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায় ঘটল চাঞ্চল্যকর মর্মান্তিক ঘটনা। পুরনো শত্রুতার জেরে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষকে গাড়িতে পিষে খুন করার অভিযোগ উঠল দলেরই এক কর্মীর বিরুদ্ধে। এছাড়াও এই ঘটনায় গাড়ির ধাক্কায় আরও বেশ কয়েকজন আহত হন। আহতরা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া এলাকায়। জানা গেছে, গাড়ির ধাক্কায় নিহতের নাম নরেন্দ্রনাথ সাহা। বয়স ৪৫ বছর। তিনি ছিলেন কংগ্রেস পরিচালিত হরিশ্চন্দ্রপুর-১নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। এলাকায় কংগ্রেস নেতা হিসেবে তিনি পরিচিত ছিলেন। এছাড়াও পেশায় ছিলেন একজন আইনজীবি। জানা গেছে, সোমবার রাতে পুরনো এক বিষয় নিয়ে নরেন্দ্রনাথ সাহার সঙ্গে এলাকার কংগ্রেস কর্মী বিপদ মন্ডলের প্রথমে বচসা ও গন্ডগোল হয়। এই গন্ডগোলের পর নরেন্দ্রনাথ সাহা সহ বেশ কয়েকজন মিলে দুটি বাইক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন।অভিযোগ ওই সময় হঠাৎ করেই বিপদ মন্ডল একটি স্করপিও গাড়ি নিয়ে এসে তাদের সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় গাড়িতে পিষে ঘটনাস্থলেই পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহার মৃত্যু হয় বলে খবর। এছাড়াও আরও ৪জন গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। আহতরা বর্তমানে মালদা, রায়গঞ্জ এবং শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় মৃতের পরিবারবর্গ অভিযোগ করেন, পুরনো শত্রুতার জেরেই পরিকল্পনা করে এই খুন করা হয়েছে। তাই তারা ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তি চান। এদিকে এই ঘটনার পরপরই অভিযুক্ত বিপদ মন্ডল হরিশ্চন্দ্রপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে বলে খবর। এরপর পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে।
Categories
পুরনো শত্রুতার জেরে মালদায় হত্যাকাণ্ড, অভিযুক্ত আত্মসমর্পণ।