মালদা-মানিকচক, নিজস্ব সংবাদদাতাঃ- নাগরাকাটায় বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু আক্রান্ত হওয়ার প্রতিবাদে মালদার মানিকচকের মথুরাপুরে পথ অবরোধ।মথুরাপুরের চৌরঙ্গী মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখালেন বিজেপি নেতাকর্মীরা।
এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল, বিজেপি মন্ডল সভাপতি সুভাষ যাদব অরফে পিন্টু,মহিলা মোর্চা নেত্রী পল্লবি মন্ডল,মালদা জেলা বিজেপি নেতা অভিজিৎ মিশ্র,যুব মোর্চা সভাপতি সৌরভ রজক,বিশ্বজিত মন্ডল সহ আরো অনান্যরা।
মঙ্গলবার চলা দীর্ঘক্ষণ বিক্ষোভ ও অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। অবরোধ তুলতে গিয়ে ধস্তাধস্তিতে জড়িয়ে পরেন পুলিশ এবং বিজেপি নেতাকর্মীরা। তবে পুলিশি তৎপরতায় বিক্ষোভ তুলে নেন বিজেপি নেতৃত্ব।