পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কাখর্দ্দা রামকৃষ্ণ্ হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা র আয়োজন করা হয়, জানা গিয়েছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়, তবে এই বছর প্রথম প্রতিযোগিতার আয়োজন বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, পাশাপাশি এই যোগাসনে শারীরিক নানান বিষয়ে তুলে ধরেন উদ্যোক্তারা, উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে আগামী বছরও এরকম উদ্যোগ নেওয়া হবে যোগ আসন প্রতিযোগিতার।
Categories
তমলুকের কাখর্দ্দা রামকৃষ্ণ্ হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সারা বাংলা যোগাসন প্রতিযোগিতার আয়োজন।