Categories
বিবিধ

ট্রাক দুর্ঘটনায় রণক্ষেত্র জয়ন্তীপুর, মদ্যপ চালক ও খালাসিকে গাছে বেঁধে উত্তেজিত জনতার ধাওয়া।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মদ্যপ ট্রাকেট চালক দ্রুতগতিতে ট্রাক চালাতে গিয়ে দুর্ঘটনা। দুর্ঘটনায় আহত দুই পথচারী, নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে রাজ্য সড়কের বাইরে ছিটকে বেরিয়ে গেল ট্রাক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের জয়ন্তীপুর এলাকায়। চন্দ্রকোনা থেকে ঘাটাল গামী একটি ট্রাক দ্রুত বেগে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জয়ন্তীপুর এলাকায় প্রথমে একটি দোকানে ধাক্কা মারে তারপর পথচারীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে রাজ্য সড়কের বাইরে চলে যায়। স্থানীয় মানুষজন ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। এবং ট্রাক চালক ও খালাসিকে ধরে ফেলে, মানুষজন বুঝতে পারে ট্রাকচালক মদ্যপ এমন কি ট্রাকচালক নিজেও স্বীকার করেন তিনি মদ খেয়েছে।এতেই ক্ষিপ্ত হয়ে যায় জনতা। চন্দ্রকোনা-ঘাটাল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। গাছে দড়ি দিয়ে আটকে রাখা হয়েছে ট্রাকচালক ও খালাসি। ইতিমধ্যে এসে পৌঁছেছে চন্দ্রকোনা থানার পুলিশ এলাকায় উত্তেজনা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *