Categories
বিবিধ

পৃথক কামতাপুর রাজ্যের দাবীতে মালদার বামনগোলা ব্লকে জোরদার আন্দোলন করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – শুক্রবার দুপুরে একাধিক দাবীতে বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচি পালন করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা।
পৃথক কামতাপুর রাজ্যের দাবীতে মালদার বামনগোলা ব্লকে জোরদার আন্দোলন করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা।এদিন পাকুয়াহাট বিএলআরও অফিস মোড় থেকে একটি র‍্যালি করে গোটা পাকুয়াহাট এলাকা পরিক্রমা করে তাদের দাবীগুলি তুলে ধরে তাদের দাবি গুলি মধ্যে কে.এল.ও অধ্যক্ষ জীবন সিংহ কোচ এবং অধ্যক্ষ ডি এল কোচের দ্রুত মুক্তি প্রদান, কেএলও-এর সঙ্গে দ্রুত শান্তিচুক্তি রূপায়ণ করা, পৃথক কামতাপুর রাজ্য গঠন করা ইত্যাদি ছিল অন্যতম দাবি। এই সমস্ত দাবীতে সংগঠন নেতৃত্ব বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে বামনগোলা ব্লকে বিডিও হাতে মধ্যেমে ভারত সরকারের কাছে ডেপুটেশন দেন। আন্দোলনের অঙ্গ হিসেবে শুক্রবার বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচি পালন করলেন বামনগোলা বিডিও অফিসে। এই কর্মসূচিকে সামনে রেখে প্রথমে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের নেতাকর্মীরা মিলে বহু সাধারণ মানুষকে নিয়ে বামনগোলা পাকুয়াহাট এলাকায় মিছিল করেন। মিছিল বিভিন্ন ‘পথ ঘুরে বামনগোলা বিডিও অফিসে পৌঁছায়। সেখানে সংগঠনভুক্ত নেতাকর্মীরা মিলে একাধিক দাবীতে বিক্ষোভ দেখান। যারমধ্যে অন্যতম দাবী ছিল পৃথক কামতাপুর রাজ্য গঠন। এই দাবীতে বিক্ষোভ প্রদর্শনের পর সংগঠন নেতৃত্ব ভারত সরকারের কাছে তাদের দাবী-দাওয়া তুলে ধরতে বিডিওর মাধ্যমে ডেপুটেশন প্রেরণ করেন। এদিনের এই বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচি রূপায়ণে নেতৃত্ব দেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের মালদা জেলা সভাপতি প্রতিমা সিংহ সহ অন্যান্যরা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *