পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের বাগাখুলিয়া ফুটবল ময়দানে বাগাখুলিয়া আদিবাসী সাঁওতা সুষৌর ক্লাবের উদ্যোগে দুইদিনব্যাপী ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়, যার চূড়ান্ত ফাইনাল খেলা ছিল শুক্রবার, এইদিন
চূড়ান্ত ফাইনাল ম্যাচে বিজয়ী হয় আয়ৌ বুড়হি গাওতা, আর বিজিত দল মারাং বুরু গাওতা, বড় চাঁদাবিলা। জানা গিয়েছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক ফুটবল দল অংশগ্রহণ করে এই ফুটবল প্রতিযোগিতায়, দুইদিনব্যাপী এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।ক্লাবের পক্ষ থেকে সম্পাদক শিবুলাল মুর্ম্মূ জানান, “এই স্মৃতি কাপ শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি আমাদের গ্রামীণ আদিবাসী সমাজের ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সংস্কৃতির ধারক।
প্রয়াত সমাজসেবী স্বর্গীয় অনিল মুর্ম্মূ ও ধীরেন সরেন-এর স্মৃতিকে সম্মান জানিয়ে প্রতিবছর এই আয়োজন অব্যাহত থাকবে।”
Categories
বাগাখুলিয়া আদিবাসী সাঁওতা সুষৌর ক্লাবের উদ্যোগে দুইদিনব্যাপী ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।