আগরতলাযষ, নিজস্ব সংবাদদাতা:- আগরতলা রাজভবনে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্ব গিয়ে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সচিবের নিকট স্মারকলিপি জমা দিলেন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ, সাংসদ সায়নী ঘোষ, সাংসদ সুস্মিতা দেব, মন্ত্রী বীরবাহা হাসদা, তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন, আগরতলা চিত্তরঞ্জন রোড স্থিত ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে হামলার ঘটনার প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা আগরতলা রাজভবনে উপস্থিত হয়ে ত্রিপুরা রাজ্যপাল সচিবের নিকট স্মারকলিপি প্রদান করেন। আগরতলায় ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি তোলেন তিনি।
কুনাল ঘোষ হুঁশিয়ারি দিয়ে বললেন,যদি প্রশাসন নিরপেক্ষ ভূমিকা না নেয় তাহলে তৃণমূল কংগ্রেস গোটা ত্রিপুরায় আন্দোলনে নামবে। এদিকে ত্রিপুরায় ফের রাজনৈতিক সংঘর্ষ ও সহিংসতার আবহ তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও।
বিক্রম কর্মকারের রিপোর্ট বঙ্গ এক্সপ্রেস নিউজ