Categories
বিবিধ

কলকাতায় লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের ১২৪তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলী।

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ- হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত,HMKP, ERCCMU এই দুই শ্রমিক কিষান দের সংগঠন , ও লোকনাযক জয়প্রকাশ নারায়ণ, জর্জ ফার্নান্দেজ এর অনুগামীগন আজ কলকাতার পার্কসার্কাস সেভেন পয়েন্ট এর লোকনায়াক জয়প্রকাশ নারায়ণ এর মূর্তির পাদদেশে তার ১২৪ তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও এই মহান স্বাধীনতা সংগ্রামী,সমাজবাদী নেতা,১৯৭২ -১৯৭৭ এর জরুরি অবস্থার বিরুদ্ধে তার আপোষহীন সংগ্রাম এর বিষয় স্মরণ করেন এই দুই সংগঠনের নেতৃবৃন্দ।
তার প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত এর রাজ্য সাধারণ সম্পাদক অশোক দাস,E R C C M U এর রাজ্য সহ সভানেত্রী মিনা পাণ্ডে,HMKP,রাজ্য সহ সভাপতি, শ্যামল মুখার্জী,সুজয় দাস,সহ দুই সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সকলে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ এর প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *