মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার রাত থেকে নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল শনিবার সাত সকালে বাড়ির পাশে আমবাগান থেকে। ঘটনাকে ঘিরে শনিবার জোর চাঞ্চল্য তৈরি হল মালদার চাঁচল থানার সামসী কলেজ লাগোয়া মাঝি পাড়া এলাকায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম প্রেমচাঁদ মাঝি। বয়স ৩৯ বছর। পরিবার সূত্রে খবর তিনি শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ বাড়ি থেকে বের হন। এরপর আর রাতে বাড়ি ফেরেন নি। পরিবারের লোকজনেরা খোঁজ খবর করলেও তার কোন হদিশ পাননি। কিন্তু শনিবার সাত সকালেই স্থানীয়রা প্রেমচাঁদ মাঝিকে তার বাড়ির পাশে আমবাগানের মধ্যে মৃত অবস্থায় পড়তে থাকেন। এই খবর জানাজানি হতেই ঘটনাস্থলে বহু মানুষ ভিড় জমান। এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয়রা অনুমান করেন তাকে কেউ বা কারা খুন করেছে। দেখে মনে হচ্ছে প্রেমচাঁদ মাঝির সঙ্গে ধস্তাধস্তি করা হয়েছে। এছাড়াও তার ঘাড়ে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাই খুন বলেই মনে হচ্ছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু ঘটনাস্থলে পৌঁছান। তিনি প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান। পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেন বলে জানা গেছে।
Categories
চাঁচলে জোর চাঞ্চল্য, নিখোঁজের পর বাড়ির পাশেই উদ্ধার ৩৯ বছরের ব্যক্তির মৃতদেহ।