Categories
বিবিধ

বালুরঘাটের জলজমা সমস্যা সমাধানে উদ্যোগী হলেন বিধায়ক ডঃ অশোক লাহিড়ী।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকার জল জমা এলাকা পরিদর্শন করলেন ও স্থানীয় বাসিন্দাদের অসুবিধার কথা শুনলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী মহাশয়।
এদিন সকালে সকালে বিধায়ক সামনেতে ২৫ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড বয়সে তাদের খুব উগ্রে দেন। তাদের মূল সমস্যা ওয়ার্ড এর ভিতরে একটু বৃষ্টি হলে ট্রেন উপজল বেরিয়ে আসে দীর্ঘদিনের এই সমস্যা পর্যন্ত মেটাতে পারিনি বালুরঘাট পৌরসভা। এই নিয়ে ক্ষোব উপরে দেয় ২৫ নাম্বার ওয়ার্ডের বাসিন্দারা। বিধায়ক তাদের কথা শোনেন এবং বলেন বিধায়কটায় এই সমস্যা মেটানো সম্ভব না তবে তার সাধ্যমত এই সমস্যা মেটানোর চেষ্টা করবেন।
বিধায়কের এই আশ্বাস অনেকটাই খুশি ২৫ নাম্বার ওয়ার্ড এলাকাবাসী।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *