Categories
বিবিধ

সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবেলস শ্রমিক মঞ্চে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলন।

সালানপুর, নিজস্ব সংবাদদাতা : আসানসোলের বারাবনি বিধানসভার সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবেলস শ্রমিক মঞ্চে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলন।এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক,তাছাড়া বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং এবং ব্লকের সমস্ত পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ সমস্ত শ্রেণীর নেতৃত্বরা ও কর্মীবৃন্দরা।এদিন বিধায়ক বিধান উপাধ্যায় নিজের হাতে ব্লকের প্রায় ৭২টি পূজা কমিটি,এবং প্রায় ১৩২টি ক্লাব ও প্রায় ৫৬জন বয়স্ক বিশিষ্টজনকে ফুলের তোড়া, উত্তরীয় এবং মিষ্টি মুখ করিয়ে বিশেষ সম্মান প্রদান করেন।
এদিন অনুষ্ঠানে এসে মন্ত্রী মলয় ঘটক বলেন বারাবনি বিধানসভা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঘাটি, কারণ একটাই বাম আমলেও এখানের মানুষ স্বর্গীয় মানিক উপাধ্যায়কে আশীর্বাদ করেছেন।তারপর তার পুত্র বিধান উপাধ্যায় তিন বারের বিধায়ক,আর আমি জানি এই বারাও তৃণমূল কংগ্রেসেই জয়ী হবে।কিন্তু তিনি কর্মীদের উদ্যেশে একটা বার্তাদেন রাজ্য সরকারের প্রতিটি উন্নয়ন মূলক প্রকল্পগুলি নিজে জেনে বাড়ি বাড়ি প্রচার করুণ।তাতাই অনেক উপকৃত হবে।মানুষ জানবে তারা কী কী সুবিধা সরকার থেকে পাচ্ছে।তাছাড়া এদিন বিধায়ক বিধান উপাধ্যায় জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডাকে রাজ্যের সমস্ত ব্লকে বিজয়া সম্মেলনের ডাক দিয়েছে।তারই পরিপ্রেক্ষিতে আজ সালানপুর ব্লকে বিজয়া সম্মেলনে অনুষ্ঠিত হয়।আর যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন তাই কোমর বেঁধে মাঠে নামার নির্দেশ দেন তিনি।তিনি আরো বলেন গতবার লোকসভা নির্বাচনে ব্লকের লিড ভালো হয়নি।এখন থেকেই মাঠে নেমে কাজ করতে হবে।তিনি কড়া ভাষায় বলেন আগে নিজের নিজের বুথ দেখুন আর লিড করুন।না হলে রাজনীতি ছেড়ে ঘরে বসুন।মানুষের সাথে মিশে মানুষের জন্য কাজ করার নির্দেশ দেন তিনি।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *