তারকেশ্বর, নিজস্ব সংবাদদাতাঃ- পুজোর ছুটির সুযোগ নিয়ে তারকেশ্বরের মির্জাপুর উত্তর প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুধু স্কুলই নয়, পাশের একটি নির্মীয়মান বাড়িতেও চোরেরা হানা দিয়ে নির্মাণর জন্য ব্যবহৃত যন্ত্র চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ। জোড়া চুরির এই ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ।
বিদ্যালয় সূত্রে খবর, পুজোর ছুটির জন্য স্কুল বন্ধ ছিল। সেই সুযোগে দুষ্কৃতীরা বিদ্যালয়ের একাধিক তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি,বিদ্যালয়ের তিনটি বাক্স ভেঙে চুরি করে,এরপর মিড ডে মিলের জন্য রাখা চার বস্তা চাল সহ বেশকিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। এদিন স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে খবর দেয় বিদ্যালয় কর্তৃপক্ষকে।
অন্যদিকে, স্কুলের পাশে থাকা একটি নির্মীয়মান বাড়িতেও চোরেরা হানা দেয়। বাড়ি তৈরির কাজে ব্যবহৃত বেশকিছু সরঞ্জাম চুরি হয়েছে বলে জানা গেছে। পর পর দুটি স্থানে চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তারকেশ্বর থানার পুলিশ। বিদ্যালয় ও নির্মীয়মান বাড়ি ঘুরে দেখেন তদন্তকারীরা। চুরির ঘটনার সূত্র পেতে তদন্ত শুরু করা হয়েছে।
Categories
তারকেশ্বরে পুজোর ছুটিতে স্কুল ও নির্মীয়মান বাড়িতে চুরি, চাঞ্চল্য।