দুর্গাপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে। শোভাপুরের কাছে বেসরকারি ঐ মেডিকেল কলেজে উড়িষ্যার জলেশ্বরের ঐ তরুণী ডাক্তারি পড়ছিল। গতকাল রাত্রি সাড়ে আটটা নাগাদ ঐ ডাক্তারি পড়ুয়া বাইরে বেরিয়েছিলেন, বেসরকারি হাসপাতালের পেছনের দিকে একটি রাস্তার জঙ্গলে নিয়ে যাওয়া হয় ঐ তরুণীকে,সেখানেই এই ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। শুরু হয়েছে তদন্ত।
Categories
দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ধর্ষণের অভিযোগে পুলিশ তদন্তে।